সোমবার, ২০ অক্টোবর ২০২৫

| ৫ কার্তিক ১৪৩২

ছাত্রদল নেতা খুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত, দুই দিনের শোক ঘোষণা

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৩:২৬, ২০ অক্টোবর ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত, দুই দিনের শোক ঘোষণা

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডে উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ঘটনার ন্যায়বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ২২ অক্টোবরের বিশ্ববিদ্যালয় দিবসের সব কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে। পাশাপাশি দুই দিনের শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, ছাত্রনেতা ও সাংবাদিকদের অংশগ্রহণে এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ২১ ও ২২ অক্টোবর দুই দিন শোক পালন করা হবে—এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত থাকবে, তবে ক্লাস চলবে। প্রথম দিন অনুষ্ঠিত হবে শোকসভা, দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়জুড়ে শোক র‌্যালি আয়োজন করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন,“জোবায়েদের মৃত্যু আমাদের গভীরভাবে শোকাহত করেছে। তাই এবারের বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন স্থগিত করা হলো। সাজসজ্জা থাকলেও লাইট জ্বলবে না। জোবায়েদ হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা থামব না।”

অন্যদিকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন,“আমাদের শিক্ষার্থীরা আমাদের সন্তান। জোবায়েদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা ছাত্রদলের নেতাদের সঙ্গে বসবো, প্রশাসনের পক্ষ থেকেও উদ্যোগ নেওয়া হবে। বিচার না হলে আমি আমার শিক্ষার্থীদের নিয়ে পুরান ঢাকা অচল করে দেব।”

প্রশাসন জানিয়েছে, শোক শেষে বিশ্ববিদ্যালয় দিবসের নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।

গতকাল (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে পুরান ঢাকার আরমানিটোলায় এক বাসার সিঁড়িতে ছুরিকাঘাতে হত্যা করা হয় জোবায়েদকে। তিনি স্থানীয় নূরবক্স রোডের ‘রৌশান ভিলা’ নামে একটি বাসায় দ্বাদশ শ্রেণির ছাত্রী বর্ষা আক্তারকে প্রাইভেট পড়াতেন। হত্যার পর বর্ষাকে পুলিশ হেফাজতে নেয়।

পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, হত্যাকাণ্ডে দুই ব্যক্তি জড়িত ছিল, যাদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে বর্ষার কথিত বয়ফ্রেন্ডের সংশ্লিষ্টতা সন্দেহ করছে পুলিশ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন