ড. শামসুজ্জোহার কবর জিয়ারতের মাধ্যমে রাকসুর কার্যক্রম শুরু
রাবি প্রতিনিধি
প্রকাশ: ১৫:০০, ২০ অক্টোবর ২০২৫

ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শিক্ষক অধ্যাপক ড. সৈয়দ মুহাম্মদ শামসুজ্জোহার কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদের নবনির্বাচিত সদস্যরা।
সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে তারা এই কবর জিয়ারত করেন। পরে বিশ্ববিদ্যালয় কবরস্থান ও রাজশাহীতে শহীদ সাকিব আনজুম এবং শহীদ আলি রায়হানের কবর জিয়ারত করেন তারা।
১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে পাকিস্তানি সৈন্যদের নির্মম নির্যাতনে শহীদ হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তৎকালীন প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মুহাম্মদ শামসুজ্জোহা। মুক্তিযুদ্ধে প্রথম শহীদ বুদ্ধিজীবী হিসেবে আখ্যায়িত করা হয় ড. জোহাকে। তার নামে বিশ্ববিদ্যালয়ে একটি হল রয়েছে।
এসময় রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘আজ শহীদ শামসুজ্জোহা স্যারের কবর জিয়ারতের মধ্য দিয়ে আমরা রাকসুর কার্যক্রম শুরু করেছি। স্যার যেভাবে শিক্ষার্থীদের অধিকার ও মর্যাদা রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ তায়ালা তাকে শহীদ হিসেবে কবুল করুন। তার আদর্শ ও চেতনাকে ধারণ করে নবনির্বাচিত প্রতিনিধিদের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই, আল্লাহ সেই তৌফিক দান করুক।’
পরে তারা বিশ্ববিদ্যালয়ের কবরস্থান ও জুলাই আন্দোলনে রাজশাহীর দুই শহীদের কবর জিয়ারত ও তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
এছাড়া নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন রাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা।
কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার, এজিএস এস. এম. সালমান সাব্বির, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তোফায়েল আহমেদ তোফা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জায়িদ হাসান জোহা, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মো. মুজাহিদ ইসলাম, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু ছালেহ, সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক আবু সাঈদ মুহাম্মদ নুন, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক মো. নয়ন হোসেন এবং কার্যনির্বাহী সদস্য মো. দীপ মাহবুব ও মো. ইমজিয়াউল হক কামালি।