নাতির কাছে কায়দা শিখছেন মিশা সওদাগর
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ২৩:১৫, ২০ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:৩৭, ২১ অক্টোবর ২০২৫
শিক্ষাগ্রহণে বয়স কখনো প্রতিবন্ধক নয়। বিশেষ করে কোরআন শেখার বিষয়টি। বয়স যতই হোক, আল্লাহর বাণী শিখতে আগ্রহী হওয়া ঈমানের সৌন্দর্যকে প্রকাশ করে। মহানবী (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ, যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়।’ (সহিহ বুখারি)
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর সেই চিরসত্য কথাটিই যেন নিজের জীবনে বাস্তব করে তুলছেন। অভিনয় জীবনের ব্যস্ততার মাঝে তিনি সময় দিচ্ছেন কোরআনের অক্ষর শেখায়। তবে চমৎকার ব্যাপার হলো, শিক্ষক তার নিজের নাতি রাফসান।
মিশা সওদাগর নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেছেন, ‘চোখ যা দেখে সব সময় সেটা সঠিক নাও হতে পারে। এই ছবি দেখে সবাই মনে করবে আমি আমার নাতি রাফসানকে আরবি পড়াচ্ছি। আসল ঘটনা হচ্ছে, আমার নাতি রাফসান আমাকে কায়দা পড়াচ্ছে। এটা সত্যি ঘটনা। কুরআনুল কারিম নিজে পড়ুন এবং অপরকে পড়তে সাহায্য করুন।’
