হোয়াইট হাউসে নতুন বলরুম নির্মাণ
ট্রাম্পের নির্দেশে ভাঙা হলো ইস্ট উইংয়ের একাংশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩:৪৯, ২১ অক্টোবর ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হোয়াইট হাউসের ইস্ট উইংয়ের একাংশ ভেঙে ফেলা হয়েছে। ছবি: গেটি ইমেজেস
ওয়াশিংটন, ২১ অক্টোবর ২০২৫ — মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হোয়াইট হাউসের ইস্ট উইংয়ের একাংশ ভেঙে ফেলা হয়েছে। এক শতাব্দীরও বেশি সময় পর যুক্তরাষ্ট্রের এই ঐতিহাসিক স্থাপনায় এটি সবচেয়ে বড় স্থাপত্য সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
এএফপির প্রতিবেদনে জানা গেছে, সোমবার (২০ অক্টোবর) সকালে ইস্ট উইংয়ের সামনের অংশ ভাঙা শুরু হয়। সাবেক রিয়েল এস্টেট ব্যবসায়ী ট্রাম্প নিজেই জানিয়েছেন, ২৫ কোটি ডলার ব্যয়ে নতুন একটি বিশাল বলরুম নির্মাণ করা হচ্ছে, যা হবে হোয়াইট হাউস প্রাঙ্গণের সর্বশেষ ও অন্যতম দৃষ্টিনন্দন স্থাপনা।
নতুন বলরুমটির ধারণক্ষমতা হবে এক হাজার জনের, এবং এটি প্রায় ৯০ হাজার বর্গফুট আয়তনের। রাষ্ট্রীয় নৈশভোজ, বড় ধরনের অনুষ্ঠান ও সরকারি সংবর্ধনার জন্য এই বলরুম ব্যবহৃত হবে—যেসব অনুষ্ঠান বর্তমানে অস্থায়ী তাঁবুতে আয়োজন করা হয়।
হোয়াইট হাউসে কলেজ বেসবল খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাম্প বলেন,“সরাসরি অন্য পাশে অনেক নির্মাণকাজ চলছে, মাঝেমধ্যে আপনারা শব্দ শুনতে পাবেন। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি—হোয়াইট হাউস প্রাঙ্গণে নতুন, বিশাল ও সুন্দর বলরুমের নির্মাণকাজ শুরু হয়েছে।”
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ তিনি লিখেছেন,“ইস্ট উইং পুরোপুরি আধুনিকীকরণ করা হচ্ছে। নতুন বলরুম হোয়াইট হাউসকে আগের চেয়ে আরও গর্বিত ও মর্যাদাপূর্ণ করে তুলবে।”
ইস্ট উইং ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডির অফিস হিসেবে ব্যবহৃত হয়, আর প্রেসিডেন্টের অফিস ওয়েস্ট উইংয়ে। প্রেসিডেন্ট ও তাঁর পরিবার Executive Mansion-এ বসবাস করেন।
এই প্রকল্পের ফলে হোয়াইট হাউসের স্থাপত্যে উল্লেখযোগ্য পরিবর্তন আসছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত একদিকে তাঁর ব্যবসায়িক মনোভাবের প্রতিফলন, অন্যদিকে তাঁর ব্যক্তিগত ‘গ্র্যান্ড ডিজাইন’ ধারা অব্যাহত রাখার প্রয়াস।