রিজওয়ানকে সরানো ধর্মীয় কারণে? কোচ হেসনকে নিশানা করলেন রশিদ লতিফ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২:২৫, ২১ অক্টোবর ২০২৫

পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। ছবি: সংগৃহীত
পাকিস্তান ক্রিকেটে আবারও বিতর্ক। ওয়ানডে দলের নেতৃত্ব থেকে উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে নতুন অধিনায়ক করা হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে। তবে এই সিদ্ধান্তের পেছনে ক্রিকেট নয়, বরং ধর্মীয় কারণই দায়ী — এমন বিস্ফোরক দাবি করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ।
রশিদ লতিফ তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, “শুধুমাত্র প্যালেস্টাইনের পতাকা হাতে তুলে নেওয়ার কারণেই রিজওয়ানকে অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে। ইসলাম ধর্মাবলম্বীদের দেশে কোচ কি অন্য ধর্মের কাউকে অধিনায়ক করতে চাইছেন?”
লতিফের অভিযোগ, প্রধান কোচ মাইক হেসন ব্যক্তিগত মতাদর্শ থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই পরিবর্তনের কারণ স্পষ্ট করেনি, তবে জানা গেছে হেসনের পরামর্শেই নেতৃত্বে পরিবর্তন আনা হয়।
প্রাক্তন এই অধিনায়কের মতে, রিজওয়ান দলের মধ্যে এমন এক ইসলামনিষ্ঠ ও মূল্যবোধভিত্তিক সংস্কৃতি গড়ে তুলছিলেন, যা কোচের ভালো লাগেনি।
তিনি আরও বলেন,“হেসনের নিজের একটি দল রয়েছে, যারা পাকিস্তানের সাজঘরের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশ পাল্টে দিতে চাইছে। আমাদের সময়ে কখনও এমনটা হয়নি।”
রিজওয়ানের নেতৃত্বে পাকিস্তান সাম্প্রতিক সিরিজগুলোতে তুলনামূলকভাবে ভালো পারফর্ম করলেও হঠাৎ করে তাকে সরানোর সিদ্ধান্ত ক্রিকেট মহলে প্রশ্ন তুলেছে। সমালোচকদের মতে, মাঠের পারফরম্যান্স নয়, দলের ভেতরের রাজনীতিই হয়তো এই বদলের মূল কারণ।
তবে পিসিবির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।