প্রথম ম্যাচে জয়ের পরও ফাঁকা মিরপুরের গ্যালারি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫:৩১, ২১ অক্টোবর ২০২৫

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা। ছবি: সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে জয় দিয়ে শুভসূচনা করলেও দর্শকহীনতার দৃশ্য বদলায়নি মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে। মঙ্গলবার (২১ অক্টোবর) সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে মাঠে নামলেও বাংলাদেশ দলকে আবারও খেলতে হচ্ছে প্রায় ফাঁকা গ্যালারির সামনে।
আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের পর বাংলাদেশের প্রতি দর্শকদের আস্থায় ধাক্কা লাগে। সেই হতাশা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ম্যাচে ৭৪ রানে হারিয়েও দর্শক আগ্রহ ফিরিয়ে আনতে পারেনি টাইগাররা। শেরে বাংলার গ্যালারিগুলো মঙ্গলবারও ছিল প্রায় শূন্য, হাতে গোনা কিছু সমর্থক উপস্থিত হয়েছেন খেলা দেখতে।
এদিন টস জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুর জুটি ভালো আভাস দিলেও দ্রুত দুই ওপেনারকে হারিয়ে চাপের মুখে পড়ে দলটি। সাইফ হাসান ১৬ বলে ৬ ও তাওহিদ হৃদয় ১৯ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন। এরপর সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হাসান শান্ত ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৫২ রান।
সিরিজে এগিয়ে থাকলেও মাঠে দর্শকের অনুপস্থিতি আবারও প্রশ্ন তুলেছে—জয়ের পরও কেন গ্যালারি এত নিরব?