বুধবার, ২২ অক্টোবর ২০২৫

| ৬ কার্তিক ১৪৩২

পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক শাহিন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক 

প্রকাশ: ১৪:১৮, ২১ অক্টোবর ২০২৫

পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক শাহিন আফ্রিদি

বদলে গেল পাকিস্তানের ওয়ানডে ক্রিকেট দলের নেতৃত্ব। মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে শাহিন শাহ আফ্রিদিকে। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনের খেলা শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের ঘোষণা দেয়।

বোর্ডের বিবৃতিতে নেতৃত্ব পরিবর্তনের কারণ স্পষ্ট করা না হলেও জানানো হয়েছে, ইসলামাবাদে নির্বাচকদের সঙ্গে পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের কোচ মাইক হেসনের আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পিসিবি’র বিবৃতিতে রিজওয়ানের নাম উল্লেখ করা হয়নি। তবে পাকিস্তানের সংবাদমাধ্যম জিয়ো নিউজ জানায়, হেসন বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভিকে লেখা এক চিঠিতে নেতৃত্ব পরিবর্তনের প্রস্তাব দেন। সেই প্রস্তাবের ভিত্তিতেই আফ্রিদিকে ওয়ানডে অধিনায়ক করা হয়।

২০২৪ সালে রিজওয়ানকে ওয়ানডে দলের নেতৃত্বে আনা হয়েছিল। তার নেতৃত্বে পাকিস্তান অস্ট্রেলিয়া, জিম্বাবোয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জেতে। কিন্তু ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল হার, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপপর্ব থেকে বিদায় এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ পরাজয়ের পর তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে।

এর আগে জিয়ো নিউজ জানিয়েছিল, রিজওয়ানকে সরানো হলে নতুন অধিনায়ক হিসেবে সবচেয়ে এগিয়ে থাকবেন শাহিন আফ্রিদি। অন্য দুজন সম্ভাব্য প্রার্থী ছিলেন বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আঘা এবং সাবেক অধিনায়ক বাবর আজম।

২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত পাকিস্তানের অধিনায়ক ছিলেন বাবর আজম। তবে ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে ব্যর্থতার পর তিনি নেতৃত্ব থেকে সরে দাঁড়ান।

২০২৪ সালের শুরুতে আফ্রিদিকে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়া হয়েছিল, কিন্তু নিউজিল্যান্ডের কাছে ১-৪ ফলে সিরিজ হারার পর তাকেও সরিয়ে দেওয়া হয়। পরে পুনরায় বাবরকে অধিনায়ক করা হয়। এবার আবার আফ্রিদিই ফিরলেন নেতৃত্বে, তবে এবার ওয়ানডে দলে—যেখানে তাকে দেখা যাবে ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত দলের নেতৃত্বে।
 

আরও পড়ুন