বুধবার, ২২ অক্টোবর ২০২৫

| ৬ কার্তিক ১৪৩২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন ১৭ ডিসেম্বর

রাবি প্রতিনিধি

প্রকাশ: ০৩:৪৩, ২২ অক্টোবর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন ১৭ ডিসেম্বর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তনের তারিখ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সমাবর্তন। নতুন করে আর কেউ রেজিস্ট্রেশন করতে পারবেন না।

সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কে থাকবেন এ বিষয়ে তিনি বলেন, আমাদের এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে সমাবর্তন গেস্ট হিসেবে কে কে থাকবেন এ সম্পর্কিত বিস্তারিত তথ্যাবলি আমরা পরে জানাব।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ১১তম সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ৩০ নভেম্বর। ছয় বছর পর এবার হচ্ছে ১২তম সমাবর্তন। 

এর আগে ২০২৩ সালের নভেম্বরে এই সমাবর্তন অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়। কিন্তু জাতীয় নির্বাচনসহ নানা কারণে সেটা স্থগিত হয়। পরে ২০২৪ সালের জুনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তৎকালীন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং সে বছরের ২৮ নভেম্বর সমাবর্তনের দিনক্ষণ নির্ধারণ করা হয়। কিন্তু জুলাই বিপ্লবে দেশের পটপরিবর্তন হলে ফের স্থগিত হয় এই সমাবর্তন। সর্বশেষ গত ১৭ ফেব্রুয়ারি দ্বাদশ সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়।  কিন্তু নিবন্ধিত শিক্ষার্থীরা কর্মদিবসে সমাবর্তন না করা দাবি জানালে সেটিও বাতিল হয়। 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন