বুধবার, ২২ অক্টোবর ২০২৫

| ৬ কার্তিক ১৪৩২

সিরিজ জয়ের মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪:৩০, ২১ অক্টোবর ২০২৫

সিরিজ জয়ের মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিশ্চিতের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর আত্মবিশ্বাস ফিরে পাওয়া বাংলাদেশের সামনে এবার সুযোগ ইতিহাস গড়ার—ঘরের মাঠে আরেকটি সিরিজ জয়। মিরপুরের ধীরগতির উইকেটে প্রথম ম্যাচে স্পিনারদের নৈপুণ্যে জয় পায় টাইগাররা। এবারও একই উইকেট, তাই স্পিনাররাই বড় অস্ত্র।

প্রথম ওয়ানডেতে লেগস্পিনার রিশাদ হোসেনের ৬ উইকেটই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তাই দ্বিতীয় ম্যাচেও স্পিনই হবে মূল কৌশল। এই ম্যাচে বাংলাদেশ একাদশে ফিরেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, বিশ্রামে রাখা হয়েছে পেসার তাসকিন আহমেদকে। ফলে আজ বাংলাদেশ খেলছে মাত্র একজন স্পেশালিস্ট পেসার—মোস্তাফিজুর রহমান—কে নিয়ে।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দলও পরিবর্তন এনেছে স্পিন বাড়ানোর লক্ষ্যে। তারা একাদশে যুক্ত করেছে অভিজ্ঞ স্পিনার আকিল হোসেনকে, বাদ পড়েছেন পেসার জেডেন সিলস। এছাড়া অলরাউন্ডার আকিম অগাস্ট এসেছেন রোমারিও শেফার্ডের জায়গায়।

বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ব্র্যান্ডন কিং, অ্যালিক আথানেজ, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শেরফেন রাদারফোর্ড, আকিম অগাস্ট, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুডাকেশ মোতি, খারি পিয়েরে, আকিল হোসেন।

আরও পড়ুন