বুধবার, ২২ অক্টোবর ২০২৫

| ৬ কার্তিক ১৪৩২

মা হলেন পরিণীতি চোপড়া

নিউ ইয়র্ক থেকে মাসি প্রিয়াঙ্কার আবেগঘন বার্তা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২:৪৬, ২১ অক্টোবর ২০২৫

নিউ ইয়র্ক থেকে মাসি প্রিয়াঙ্কার আবেগঘন বার্তা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত

বলিউডে নতুন আনন্দের ঢেউ। জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া মা হয়েছেন। রবিবার সকালে দিল্লির এক বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। দীপাবলির আগেই রাঘব চাড্ডা ও পরিণীতির ঘরে এসেছে নতুন অতিথি—আর এই খুশির খবর মুহূর্তে ছড়িয়ে পড়েছে গোটা বলিউডে।

প্রিয়ঙ্কার বার্তা: নিউ ইয়র্ক থেকে ভালোবাসা

সুদূর নিউ ইয়র্ক থেকে মাসি প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ভাগ করে নিলেন তার আবেগঘন বার্তা। সমাজমাধ্যমে পরিণীতি ও রাঘবের পোস্ট শেয়ার করে তিনি লেখেন,“ভালোবাসা ও আশীর্বাদে ভরিয়ে দিচ্ছি আমার ছোট্ট রাজপুত্রকে। পরিণীতি ও রাঘব, তোমাদের জীবনের নতুন অধ্যায়টি হোক আনন্দে ও শান্তিতে পরিপূর্ণ।”

প্রিয়াঙ্কা শুধু নতুন বাবা-মাকেই নয়, পরিণীতির বাবা-মাকেও শুভেচ্ছা জানিয়েছেন।

রাঘব ও পরিণীতি তাদের পোস্টে লিখেছেন, “অবশেষে সে এসে গিয়েছে—আমাদের পুত্রসন্তান। আমাদের জীবন এখন সম্পূর্ণ। আগে আমরা দু’জন ছিলাম, এখন আমাদের তিনজনের পৃথিবী।”

এই পোস্টের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ভরে গেছে অভিনন্দন বার্তায়। আলিয়া ভাট, অক্ষয় কুমার, অনুশকা শর্মা, সিদ্ধার্থ মালহোত্রা প্রমুখ তারকারা নতুন বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন।

২০২৩ সালের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিয়ে হয় পরিণীতি ও রাঘব চাড্ডার। যদিও বিয়েতে উপস্থিত থাকতে পারেননি প্রিয়ঙ্কা চোপড়া, যা নিয়ে তখন নানা গুঞ্জন ছড়িয়েছিল বলিউডে। তবে প্রিয়ঙ্কার মা মধু চোপড়া জানিয়েছিলেন, কাজের ব্যস্ততার কারণেই বিয়েতে আসতে পারেননি প্রিয়ঙ্কা, কিন্তু শুভেচ্ছাবার্তা পাঠাতে ভোলেননি।

বিয়ের পর থেকেই পরিণীতি রাঘবের সঙ্গে দিল্লিতেই স্থায়ীভাবে বসবাস করছেন। অভিনেত্রী সন্তান জন্মের পর কিছুদিন কাজ থেকে বিরতি নেবেন বলে জানা গেছে। অন্যদিকে রাঘব চাড্ডা এখনো দিল্লির রাজনৈতিক অঙ্গনে সক্রিয় আম আদমি পার্টির অন্যতম মুখ।

আরও পড়ুন