বুধবার, ২২ অক্টোবর ২০২৫

| ৬ কার্তিক ১৪৩২

আলিয়া-রণবীরের শেষ দিওয়ালি ‘বাস্তু’ তে

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮:১১, ২১ অক্টোবর ২০২৫

আলিয়া-রণবীরের শেষ দিওয়ালি ‘বাস্তু’ তে

বলিউডের জনপ্রিয় দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর তাদের শেষ দিওয়ালি উৎসব উদযাপন করেছেন মুম্বাইয়ের বিলাসবহুল বাসভবন ‘বাস্তু’-তে। সোমবার রাতে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে জমজমাট উৎসবের আয়োজন হয়। আলিয়া ভাট নিজের ইনস্টাগ্রামে কয়েকটি স্বপ্নময় ছবি শেয়ার করে লিখেছেন—“দিলওয়ালি দিওয়ালি”।
প্রথম ছবিতেই দেখা যায়, আলিয়া ও রণবীর একে অপরের পাশে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিচ্ছেন। এদিন আলিয়া পরেছিলেন চিকনকারি কাজের একটি সাদা পোশাক, যা তিনি ধুতি-স্টাইল শাড়ির সঙ্গে মিলিয়ে পরেছিলেন। খোঁপায় সাদা ফুলে সাজিয়েছিলেন চুল। ছবিগুলোয় দেখা যায়, আলিয়া ও তার বোন শাহিন ভাট মিষ্টি মুহূর্ত ভাগ করে নিচ্ছেন। ঘনিষ্ঠ বন্ধু আয়ান মুখার্জিও ছিলেন উপস্থিত।
ছবির ক্যারোসেলে দেখা যায়, তাদের কন্যা রাহার ছোট্ট হাতও রঙের খেলায় মগ্ন। ভক্তরা সেই মুহূর্ত দেখে মুগ্ধ হয়েছেন।
আলিয়া জানান, এটি ছিল তাদের শেষ দিওয়ালি এই বাড়িতে। কারণ শিগগিরই তারা উঠছেন নতুন সমুদ্রঘেঁষা ১৫০ কোটি রুপির বাংলোতে, যা একসময় রাজ কাপুরের ছিল। ২০২২ সালে এখানেই আলিয়া ও রণবীরের বিয়ে হয় এবং পরে জন্ম নেয় তাদের কন্যা রাহা।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া বলেন,“এটা আমাদের জন্য খুব আবেগঘন মুহূর্ত। এখানেই রাহা জন্মেছে, তাই এই বাড়ির সঙ্গে এক গভীর সম্পর্ক তৈরি হয়েছে। যদিও সে হয়তো এখন কিছু মনে রাখবে না, কিন্তু এই স্মৃতিগুলো আমাদের সঙ্গে থাকবে চিরকাল।”
তিনি আরও যোগ করেন,“নতুন বাড়িতে ওঠার প্রস্তুতিতে বেশ ব্যস্ত সময় কাটছে। আনন্দ আর নস্টালজিয়ার মিশেল অনুভব করছি। মনে হচ্ছে, এই মুহূর্তগুলোর আসল অর্থ আমরা কয়েক মাস পরেই বুঝব।”
দিওয়ালির আগের দিন আলিয়া যোগ দিয়েছিলেন কাপুর পরিবারের প্রি-দিওয়ালি পার্টিতে। সেখানে কারিনা কাপুরের সঙ্গে তার এক ‘এপিক’ সেলফি সামাজিক মাধ্যমে ঝড় তোলে।
আলিয়া ভাট এখন ব্যস্ত সঞ্জয় লীলা বানসালির পরবর্তী সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিংয়ে। এতে তার সঙ্গে অভিনয় করছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন