শিল্পকে নোংরা রাজনীতির বাইরে রাখতে হবে
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৪:৩৪, ২১ অক্টোবর ২০২৫

জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন। ছবি: সংগৃহীত
বাংলাদেশের সংগীত অঙ্গনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন বলেছেন, “শিল্প-সাহিত্যকে নোংরা রাজনীতি থেকে বাইরে রাখতে হবে।”
তিনি মনে করেন, দেশের সাংস্কৃতিক বিকাশের জন্য শিল্পীদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
রবিবার (১৯ অক্টোবর) রাজধানীতে আয়োজিত কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) অ্যাওয়ার্ডের ২৪তম আসরে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বেবী নাজনীন। সংগীতে বিশেষ অবদানের জন্য অনুষ্ঠানে তাকে দেওয়া হয় ‘বিশেষ সম্মাননা’।
বেবী নাজনীন বলেন,“শিল্পীরা যাতে ভালোভাবে গান গাইতে পারেন, নাটক-সিনেমা করতে পারেন, নাচ বা খেলাধুলা করতে পারেন—তার জন্য নিরাপত্তা দিতে হবে। এটা শুধু শিল্পীদের জন্য নয়, দেশের সংস্কৃতি রক্ষার জন্যও জরুরি।”
তিনি আরও বলেন, রাজনীতিতে তার সক্রিয়তা মূলত সমাজসেবা ও সাংস্কৃতিক উন্নয়নের উদ্দেশ্যেই।আমার উদ্দেশ্য সমাজ সেবা করা, কালচারকে লালন করা এবং শিল্পীদের নিরাপত্তা দেওয়া। দেশের কালচারকে যদি সমৃদ্ধ না করি, তাহলে এ দেশও সমৃদ্ধ হবে না।
শিল্পীদের মধ্যে বিভাজন প্রসঙ্গে বেবী নাজনীন বলেন,“এই বিভাজন আসে অন্য জায়গা থেকে—যারা কালচারকে লালন করে না তারাই এই বিভাজন তৈরি করে। শিল্পীরা দেশের সম্পদ, তাদের ফ্রিডম অব স্পিচ থাকতে হবে। তারা যেকোনো ভালো গান গাইতে পারে, ভালো লাগার যে কোনো মানুষকে নিয়ে কাজ করতে পারে—এর জন্য কাউকে কালো তালিকাভুক্ত করা অন্যায়।”
দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকা বেবী নাজনীন বলেন, আওয়ামী সরকারের সময়ে তার পেশাগত কর্মকাণ্ড প্রায় থেমে যায়।বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকার কারণেই আমার গানের কার্যক্রমে প্রতিনিয়ত বাধা এসেছে। আমি নিজেও একজন শিল্পী, তাই চাইব যেন নিজের দেশে আমি বা অন্য কোনো শিল্পী ভুক্তভোগী না হই।
গত বছর ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর নভেম্বরে দেশে ফেরেন এই কণ্ঠশিল্পী। বর্তমানে তিনি সংগীতচর্চার পাশাপাশি তরুণ প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তোলার কাজে নিয়োজিত আছেন।