চিরঞ্জীবী, নাগার্জুনা ও নয়নতারার একসঙ্গে দীপাবলি উদযাপন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫:৪২, ২১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৬:১২, ২১ অক্টোবর ২০২৫

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের তিন তারকা চিরঞ্জীবী, নাগার্জুনা ও নয়নতারা একসঙ্গে দীপাবলি উদ্যাপন করেছেন। ছবি: সংগৃহীত
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের তিন তারকা- চিরঞ্জীবী, নাগার্জুনা ও নয়নতারা- এ বছর একসঙ্গে দীপাবলি উদ্যাপন করেছেন। উৎসবের উজ্জ্বল মুহূর্তগুলো চিরঞ্জীবী নিজেই ভাগ করে নিয়েছেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।
চিরঞ্জীবী তার পোস্টে লিখেছেন,“আমার প্রিয় বন্ধু নাগার্জুনা, ভেঙ্কটেশ দাগ্গুবাতি এবং সহ-অভিনেত্রী নয়নতারা ও তাঁদের পরিবারকে সঙ্গে নিয়ে আলোর উৎসব উদ্যাপন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এমন মুহূর্তগুলো হৃদয় ভরে দেয় ভালোবাসা, হাসি আর একাত্মতার উষ্ণতায়।”
ছবিগুলিতে দেখা যায়—প্রথম ফ্রেমে চিরঞ্জীবী, নাগার্জুনা ও ভেঙ্কটেশ হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন। অন্য এক ছবিতে চিরঞ্জীবীকে দেখা যায় বন্ধুদের পরিবারের সদস্যদের উপহার দিতে। নাগার্জুনার পাশে ছিলেন তাঁর স্ত্রী, অভিনেত্রী আমলা আক্কিনেনি।
আরেকটি ছবিতে নয়নতারা চিরঞ্জীবীর কাছ থেকে একটি শঙ্খ উপহার হিসেবে গ্রহণ করছেন—যা মুহূর্তটিকে আরও ঐতিহ্যবাহী ও আন্তরিক করে তুলেছে।
চিরঞ্জীবীর পোস্ট প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়ার ঝড় ওঠে।একজন ভক্ত লিখেছেন, “মেগাস্টার পরিবারের সবাইকে শুভ দীপাবলি।”আরেকজন লিখেছেন, “তিন কিংবদন্তি এক ফ্রেমে—অসাধারণ দৃশ্য।”
চিরঞ্জীবী সর্বশেষ অভিনয় করেছেন ওয়াল্টেয়ার ভিরাইয়া (২০২৩) এবং ভোলা শঙ্কর ছবিতে। তিনি শিগগিরই বিশ্বম্ভরা নামের একটি সমাজ-ফ্যান্টাসি চলচ্চিত্রে অভিনয় করবেন, যেখানে তাঁর সহ-অভিনেত্রী তৃষা কৃষ্ণন। এছাড়া নয়নতারা ও চিরঞ্জীবীকে দেখা যাবে মন শঙ্করা বর প্রসাদ গারু সিনেমায়।
নাগার্জুনা চলতি বছর অভিনয় করেছেন কুবেরা এবং কুলি ছবিতে, যদিও তার পরবর্তী কাজের ঘোষণা এখনো আসেনি। ভেঙ্কটেশকেও সর্বশেষ দেখা গেছে সংক্রান্থিকি বাস্তুনাম ছবিতে।