বুধবার, ২২ অক্টোবর ২০২৫

| ৬ কার্তিক ১৪৩২

যাহের আলভীর সঙ্গে দুই নাটকে জুটি বাঁধলেন শ্রেয়সী শ্রেয়া

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫:০৭, ২১ অক্টোবর ২০২৫

যাহের আলভীর সঙ্গে দুই নাটকে জুটি বাঁধলেন শ্রেয়সী শ্রেয়া

তরুণ অভিনেত্রী শ্রেয়সী শ্রেয়া। ছবি: সংগৃহীত

মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করে ধীরে ধীরে ছোটপর্দায় নিজের অবস্থান শক্ত করেছেন তরুণ অভিনেত্রী শ্রেয়সী শ্রেয়া। সম্প্রতি তিনি জনপ্রিয় অভিনেতা যাহের আলভীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দুটি নতুন নাটকে—‘জীবন সংগ্রাম’ ও ‘বেকার জামাই’। উভয় নাটকই পরিচালনা করেছেন নাজমুল রনি, যিনি জানিয়েছেন নাটক দুটি খুব শিগগিরই প্রচারে আসবে।

দুটি নাটকেই বিষয়বস্তু ও আবহে রয়েছে ভিন্নতা। শ্রেয়সী বলেন,“প্রথম নাটক ‘জীবন সংগ্রাম’-এর নামেই বোঝা যায়—এটি মধ্যবিত্ত জীবনের চেনা অথচ চিরনতুন গল্প। সংগ্রাম, ভালোবাসা আর আত্মসম্মানের টানাপোড়েনে এগিয়েছে এর কাহিনি। অন্যদিকে ‘বেকার জামাই’ পুরোপুরি কমেডি ঘরানার নাটক। এখানে আমি বড়লোক বাবার আদরের মেয়ে, আর আমার স্বামী চরিত্রে আলভী একজন বেকার যুবক। নানা মজার ঘটনা আর ভুল বোঝাবুঝিতে গড়া গল্পটি যেমন বিনোদন দেবে, তেমনি সামাজিক বার্তাও দেবে দর্শকদের।”

শ্রেয়সী শ্রেয়ার ছোটপর্দায় অভিষেক হয় মোশাররফ করিমের বিপরীতে জনপ্রিয় নাটক ‘হিরার আংটি’-এর মাধ্যমে। সেই নাটকের পর থেকেই তিনি নিয়মিত কাজ করছেন নাটক ও ওটিটি প্ল্যাটফর্মে। ভবিষ্যতে বড়পর্দায়ও অভিনয় করতে চান তিনি। 

তিনি বলেন,“আমি চাই একজন পূর্ণাঙ্গ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে। নির্দিষ্ট কোনো গণ্ডিতে থাকতে চাই না। ভালো গল্প ও চরিত্র পেলেই সেটিই আমার নতুন চ্যালেঞ্জ।”

শিগগিরই দর্শকরা টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মে দেখতে পাবেন আলভী–শ্রেয়সীর এই নতুন জুটি।

আরও পড়ুন