সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

গুগল ক্রোমের প্রতিদ্বন্দ্বী ‘অ্যাটলাস’ আনল ওপেনএআই!

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৯:৩৩, ২২ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৩:২৪, ২৩ অক্টোবর ২০২৫

গুগল ক্রোমের প্রতিদ্বন্দ্বী ‘অ্যাটলাস’ আনল ওপেনএআই!

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জগতে বিপ্লব আনা প্রতিষ্ঠান ওপেনএআই আনুষ্ঠানিকভাবে নিজস্ব ওয়েব ব্রাউজার ‘অ্যাটলাস’ বাজারে নিয়ে এসেছে। নতুন এই ব্রাউজারকে গুগল ‘ক্রোমের’ সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। কোম্পানির দাবি, এটি হবে বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ চ্যাটজিপিটি-সমন্বিত এআই ব্রাউজার, যা ব্যবহারকারীর ব্রাউজিং অভিজ্ঞতাকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে।

‘অ্যাটলাসের’ মাধ্যমে ব্যবহারকারীরা শুধু ওয়েব ব্রাউজই নয়, বরং যেকোনো ওয়েবসাইটে সরাসরি চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ সার্চ বার ছাড়াই কণ্ঠ, টেক্সট বা কমান্ড দিয়ে তথ্য অনুসন্ধান, সারসংক্ষেপ তৈরি, এমনকি ফরম পূরণ ও অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ পর্যন্ত করা যাবে।

ওপেনএআই জানিয়েছে, অ্যাটলাসে থাকবে “এজেন্ট মোড” নামের একটি প্রিমিয়াম ফিচার—যার সাহায্যে ব্যবহারকারীর ব্রাউজিং হিস্ট্রি ও নির্দেশনার ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে কাজ করা সম্ভব হবে।

যদিও চ্যাটজিপিটি এখন প্রায় ৮০০ মিলিয়ন বা ৮০ কোটি ব্যবহারকারীর হাতে পৌঁছেছে, তবে এর বেশিরভাগই ফ্রি ব্যবহারকারী। ফলে ‘অ্যাটলাস’কে ওপেনএআই-এর জন্য একটি নতুন আয়ের উৎস হিসেবে দেখা হচ্ছে। প্রতিষ্ঠানটি অনলাইন সার্চ ও বিজ্ঞাপন খাতে প্রবেশ করে গুগলের প্রভাবশালী বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে চায়।

প্রাথমিকভাবে অ্যাটলাস পাওয়া যাবে অ্যাপল ল্যাপটপে। পরবর্তী সময়ে এটি উইন্ডোজ, আইফোন ও অ্যান্ড্রয়েড সংস্করণেও চালু করা হবে।

ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেন, “আমরা এমন একটি ব্রাউজার তৈরি করতে চেয়েছি, যেখানে সার্চ নয়—জ্ঞানই কেন্দ্রে থাকবে। অ্যাটলাস সেই দর্শনেরই ফল।”

ওপেনএআই ইতিমধ্যে ইটসি, শপিফাই, এক্সপিডিয়া ও বুকিং ডট কম–এর সঙ্গে অংশীদারিত্ব করেছে, যাতে ব্যবহারকারীরা সরাসরি ‘অ্যাটলাস’ থেকেই বুকিং বা কেনাকাটার কাজ করতে পারেন। এই কৌশলটি চ্যাটজিপিটি-নির্ভর ই-কমার্স ও ট্রাভেল সার্ভিসের সম্ভাবনা বাড়িয়ে দেবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

বর্তমানে গুগল ক্রোমের সক্রিয় ব্যবহারকারী সংখ্যা প্রায় ৩ বিলিয়ন বা ৩০০ কোটি। তবুও বিশেষজ্ঞরা মনে করছেন, ওপেনএআই-এর ‘অ্যাটলাস’ ক্রোমের মতোই একদিন ব্রাউজার বাজারে বড় পরিবর্তন আনতে পারে—যেমনটি ২০০৮ সালে ক্রোম করেছিল মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরারের বিপরীতে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল
বিটিআরসির আশ্বাসে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ স্থগিত
৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
৮-১৫ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল
জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিই
নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি
বাড়ল ভোজ্যতেলের দাম
কৃষি কর্মকর্তাদেরও লটারির মাধ্যমে পদায়ন: কৃষি উপদেষ্টা
আরও ১০০ কোল্ড স্টোরেজ: কৃষি উপদেষ্টা
ভোটের দায়িত্ব পাচ্ছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা
১৯৭১ সালেই মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে : তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসিসহ চার নির্বাচন কমিশনারের বৈঠক
রোজা–পূজা নিয়ে মন্তব্য : জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
৭ ডিসেম্বর ১৯৭১ : পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান
নতুন জোটের ঘোষণা দিল এনসিপি
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা
প্রেস সচিবের ফেসবুক পোস্ট; ৩ কয়লাখনি থেকে কয়লা না তোলা ভুল ছিল
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু