২০২৬ থেকে অনিরাপদ সাইটে ঢুকতে অনুমতি লাগবে: ক্রোমের বড় নিরাপত্তা
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ১৬:৩৮, ৩ ডিসেম্বর ২০২৫
ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তার মান আরও দীর্ঘস্থায়ী ও শক্তিশালী করতে বড় সিদ্ধান্ত নিয়েছে গুগল। আগামী ২০২৬ সালের অক্টোবরে প্রকাশ হতে যাওয়া ক্রোম ব্রাউজারের ১৫৪তম সংস্করণ থেকে পৃথিবীর সব ব্যবহারকারীর জন্য একটি নতুন নিয়ম বাধ্যতামূলক করা হচ্ছে— অনিরাপদ এইচটিটিপিএস সাইটে প্রবেশের আগে ব্যবহারকারীকে অনুমতি দিতে হবে।
অর্থাৎ, যেসব ওয়েবসাইট এখনও এইচটিটিপিএস ব্যবহার করেনি, সেখানে ঢোকার সময় ক্রোম স্পষ্টভাবে সতর্কবার্তা দেখাবে এবং ব্যবহারকারীর সম্মতি ছাড়া সাইটটি লোড হবে না।
গুগল ২০২১ সালে পরীক্ষামূলকভাবে ‘এইচটিটিপিএস ফার্স্ট মুড চালু করেছিল, যা তখন ম্যানুয়ালি চালু করতে হতো। তবে ২০২৬ সাল থেকে এই ফিচার আর ঐচ্ছিক থাকছে না—সব সাইটই প্রথম এইচটিটিপিএস দিয়ে লোড হওয়ার চেষ্টা করবে।
এইচটিটিপি ব্যবহারকারী সাইটগুলোকে ‘কম নিরাপদ’ হিসেবে চিহ্নিত করে প্রয়োজনীয় অনুমতি চাইবে ব্রাউজার।
গুগলের ক্রোম নিরাপত্তা টিম জানিয়েছে—
• কোনো ব্যবহারকারী প্রথমবার কোনো অনিরাপদ সাইটে ঢুকলে সতর্কবার্তা দেওয়া হবে
• তবে একই সাইটে নিয়মিত প্রবেশ করলে বারবার পপ–আপ দেখানো হবে না, যাতে ব্যবহারকারীরা বিরক্ত না হন
পরীক্ষা শুরু ২০২৬ সালের এপ্রিলেই
২০২৬ সালের এপ্রিল মাসে আসা ক্রোম ১৪৭ সংস্করণে পরীক্ষামূলকভাবে এই সুবিধা এক শ কোটি ব্যবহারকারীদের কাছে পৌঁছাবে। কয়েক মাস পর
২০২৬ সালের অক্টোবরের ক্রোম ১৫৪–তে এটি সবার জন্য বাধ্যতামূলক হবে।
গুগলের পরিসংখ্যানে দেখা গেছে—
আজকের দিনে ইন্টারনেটের ৯৫ থেকে ৯৯ শতাংশ ওয়েবসাইট ইতোমধ্যে নিরাপদ এইচটিটিপিএস ব্যবহার করে।
২০১৫ সালে যেখানে এই হার মাত্র ৩০–৪৫ শতাংশ ছিল।বিশেষজ্ঞদের মতে, গুগলের নতুন নিয়ম ইন্টারনেটকে আরও নিরাপদ করবে এবং মাঝপথে তথ্য বিকৃতি, ডেটা চুরি, ম্যালওয়্যার ইনজেকশনসহ বিভিন্ন সাইবার ঝুঁকি প্রায় অকার্যকর হয়ে যাবে।
