স্পেসএক্সের সফল উৎক্ষেপণ
নাসার সমুদ্র পর্যবেক্ষণ স্যাটেলাইট সেন্টিনেল-৬বি মহাকাশে
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ০৯:১১, ১৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ০৯:১২, ১৮ নভেম্বর ২০২৫
ছবি: সংগৃহীত
মহাসাগর পর্যবেক্ষণে নতুন অধ্যায় যোগ হলো নাসার উদ্যোগে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে স্পেসএক্স সোমবার (১৭ নভেম্বর) ফ্যালকন ৯ রকেটে করে সেন্টিনেল-৬বি স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে।
নাসা জানিয়েছে, সমন্বিত এই মিশনে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন গবেষণা সংস্থা অংশ নিয়েছে।
সেন্টিনেল-৬বি পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মাপবে। নাসার ভাষ্য, এটি বিশ্বব্যাপী প্রায় নব্বই শতাংশ জলভাগের ওপর নজরদারি করতে সক্ষম। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় নির্ভুলভাবে পরিমাপ করা যাবে এই স্যাটেলাইটের মাধ্যমে। তিন দশকেরও বেশি সময় ধরে সংগৃহীত সমুদ্রবিষয়ক তথ্যের সঙ্গে নতুন তথ্য যুক্ত হওয়ায় আবহাওয়া পূর্বাভাস আরও উন্নত হবে। সমুদ্রে নৌযান চলাচল নিরাপদ রাখা এবং উপকূলীয় এলাকার ঝুঁকি মোকাবিলায়ও সেন্টিনেল-৬বি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন স্যাটেলাইটটি কক্ষপথে বিদ্যমান সেন্টিনেল-৬ মাইকেল ফ্রাইলিশের সঙ্গে যুক্ত হবে। ২০২০ সালে উৎক্ষেপিত ওই স্যাটেলাইট ইতোমধ্যে সমুদ্র পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করছে।
নাসা আশা করছে, দুই স্যাটেলাইট একসঙ্গে কাজ করে ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের পর্যবেক্ষণ আরও নিখুঁতভাবে করা সম্ভব হবে।
