শেখ হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি প্রস্তুত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৪২, ১৮ নভেম্বর ২০২৫
প্রয়োজনীয় চিঠি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত
দণ্ডিত পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে নতুন করে নোট ভারবাল পাঠাতে যাচ্ছে বাংলাদেশ। এ বিষয়ে প্রয়োজনীয় চিঠি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “চিঠি এখনও পাঠানো হয়নি, তবে প্রস্তুত আছে। আজকেই পাঠানো হতে পারে।”
তিনি আরও জানান, রায়ের কপি ভারতের কাছে সরাসরি পাঠানো হবে না; বরং নোট ভারবালের মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে অবহিত করে পলাতক দুই আসামিকে হস্তান্তরের অনুরোধ জানানো হবে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এর আগে শেখ হাসিনাকে ফেরাতে আমরা যে চিঠি দিয়েছিলাম তার জবাব আসেনি। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন—এখন রায় দেওয়া হয়েছে, শাস্তি ঘোষণা করা হয়েছে। আমাদের দু’দেশের মধ্যে এ বিষয়ে চুক্তিও বিদ্যমান। তাই এবার আমরা আনুষ্ঠানিকভাবেই ফেরতের অনুরোধ জানাব।”
তিনি আরও জানান, সোমবার তিনি বলেছিলেন যে রাতেই বা মঙ্গলবার সকালে চিঠি পাঠানো হবে। যদিও শেষ পর্যন্ত তা পাঠানো হয়নি, তবে নথি প্রস্তুত থাকায় যেকোনো সময় ভারতীয় কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব।
সরকারের একাধিক সূত্র বলছে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসব পলাতক আসামিকে ফিরিয়ে আনার জন্য আন্তঃরাষ্ট্রীয় আইনি প্রক্রিয়া সক্রিয় করা হচ্ছে। আন্তর্জাতিক আইন, পারস্পরিক চুক্তি ও কূটনৈতিক যোগাযোগ—সব দিক বিবেচনা করে এবার বাংলাদেশ আরও কঠোর ও কাঠামোবদ্ধ প্রক্রিয়ায় এগোচ্ছে।
