১ নভেম্বর ঢাকা সেনানিবাসে সীমিত যান চলাচল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:১১, ১৮ নভেম্বর ২০২৫
ছবি: ফাইলফটো
সশস্ত্র বাহিনী দিবসে শুক্রবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে নানা কর্মসূচি পালিত হবে। এজন্য যানজট মুক্ত রাখতে সেনানিবাসে সাধারণ যানবাহনের চলাচল সীমিত রাখার সিদ্ধান্ত জানিয়েছে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১৮ নভেম্বর) জানানো হয়েছে, ওইদিন ঢাকা সেনানিবাসের রাস্তাগুলো (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) সেনানিবাসে অবস্থানরত ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ছাড়া সব ধরনের যানবাহনকে সীমিতভাবে চলতে হবে।
সকাল সাতটা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা সন্ধ্যা সাতটা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহারেরও অনুরোধ জানিয়েছে আইএসপিআর।
