মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

| ৪ অগ্রাহায়ণ ১৪৩২

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন ও স্ত্রী সিতারার ৩৩ ব্যাংক হিসা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:৫৩, ১৮ নভেম্বর ২০২৫

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন ও স্ত্রী সিতারার ৩৩ ব্যাংক হিসা

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন ও স্ত্রী সিতারার। ছবি: সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এবং তার স্ত্রী সিতারা আলমগীরের নামে থাকা ৩৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) দাখিল করা আবেদনে জানায়, দীর্ঘমেয়াদি অনুসন্ধানে দেখা গেছে—২০০৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সাল পর্যন্ত ঘুষ, দুর্নীতি ও অবৈধ উপায়ে অর্জিত অর্থ নানা উপায়ে স্থানান্তর, রূপান্তর ও লুকানোর চেষ্টা করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তা শাহজাহান মিরাজ তার আবেদনে উল্লেখ করেন—সাবেক মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ২০০৯–২০২৪ সময়ে মোট ২১৬ কোটি ১ লাখ ৬৩ হাজার ৪৯ টাকা এবং ৬,১৮৮ মার্কিন ডলার জমা করেছেন।

এর বিপরীতে তিনি উত্তোলন করেছেন ২০৯ কোটি ১৭ লাখ ৬৩ হাজার ৬৪০ টাকা এবং ৬,০০০ মার্কিন ডলার।এই অস্বাভাবিক লেনদেনের ভিত্তিতে তার বিরুদ্ধে মানিলন্ডারিং ও দুর্নীতি সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে।

দুদক জানায়—মহীউদ্দীন আলমগীর দম্পতির নামে পরিচালিত ৩৩টি ব্যাংক হিসাবে ২০০৯ সালের ১৯ জুলাই থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত:

জমা হয়েছে: ৫১ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৪২২ টাকা এবং ৬,১৮৮ মার্কিন ডলার
উত্তোলন করেছেন: ৪৪ কোটি ৯৫ লাখ ৯৪ হাজার ৪২৩ টাকা এবং ৬,০০০ মার্কিন ডলার

এই বিপুল লেনদেনের পরও ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৩৩টি হিসাবে রয়েছে—৬ কোটি ২৮ লাখ ৪৪ হাজার ৫০১ টাকা, ১৮৮ মার্কিন ডলার।

দুদকের দাবি—আসামিরা ব্যাংক হিসাব থেকে অবশিষ্ট অর্থ অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তাই মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা অনুসারে এসব হিসাব অবরুদ্ধ করা জরুরি হয়ে পড়ে। আদালত আবেদনটি গ্রহণ করে তাৎক্ষণিকভাবে হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান
সব অ্যাম্বুলেন্সকে রেজিস্ট্রেশনের আওতায় আনার দাবি মালিকদের
জুলাইয়ের আবহ ডিসেম্বরে ‘ইকোস অব রেভ্যুলেশন ২.০’ কনসার্ট
নাসা গ্রুপের চেয়ারম্যানের ১৬২ কাঠা জমিসহ ৫৩ দলিল জব্দ তিন ব্যাংক হিসাবও অবরুদ্ধ
সাত কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের নীতিগত সিদ্ধান্ত
নারী ক্রিকেট বিভাগের প্রধান হলেন রুবাবা
অপরাধী হস্তান্তরে চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেবে বাংলাদেশ-পাকিস্তান: স্বরাষ্ট্র উপদেষ্টা
১৮ দিনে ডেঙ্গু রোগী ১৭ হাজার ছাড়ালো
এনসিপি ও বাসদ মার্কসবাদীকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন ও স্ত্রী সিতারার ৩৩ ব্যাংক হিসা
আমজনতার দলসহ ইসির পুনর্বিবেচনায় আরও ৭ দল
শ্রম আইন সংশোধনের অধ্যাদেশ জারি : ভবিষ্য তহবিল বাধ্যতামূলক
হাসিনা-কামালকে দেশে আনতে ইন্টারপোলের সহযোগিতা চাইবে প্রসিকিউশন
স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার মূল্য পুনর্নির্ধারণ
আওয়ামী লীগ নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না: ড. ইউনূস
বিদেশ থেকে সার-এলএনজি, ইউনিসেফ থেকে ভ্যাকসিন কিনবে সরকার
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের যত সম্পদ
কারাবন্দি আইভীকে আরও ৫ মামলায় গ্রেফতার
১৭০৫০টি শটগান পাচ্ছেন আনসাররা
শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে যাচ্ছে ডেনমার্ক