প্রাথমিকে সঙ্গীত শিক্ষক নিয়োগের বিবেচনা পরবর্তী সরকারের: উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:২৬, ১৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৯:২৮, ১৮ নভেম্বর ২০২৫
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার
প্রাথমিক স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগের নীতিগত সিদ্ধান্ত রয়েছে অন্তর্বর্তী সরকারের। তবে আরও বড় পরিসরে নিয়োগ দিতে আগের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে সচিবালয়ে তিনি বলেন, সঙ্গীতের মতো বৃহৎ বিষয়কে ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি থেকে দেখলে চলবে না। অন্তর্বর্তী সরকারের সময় কম উল্লেখ করে বিষয়টি পরবর্তী সরকার এলে বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানান, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে নতুন ডিপ্লোমা ইন প্রাইমারি–ডিপিএড প্রোগ্রাম চালু হচ্ছে। নির্ধারিত যোগ্যতা থাকলে যেকোনো নাগরিক ১০ মাসে দুই সেমিস্টারের এই কোর্সে আবেদন করতে পারবেন।
প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে একজন শিক্ষকের মৃত্যু সাউন্ড গ্রেনেডের কারণে নয়, বরং ক্রনিক রোগে হয়েছে বলেও দাবি করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। মৃত শিক্ষকের পরিবারকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহায়তারও আশ্বাস দেন তিনি।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে ডা. বিধান বলেন, প্রাথমিক শিক্ষকদের নয়টি সংগঠন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় সন্তুষ্ট হয়েছে। তবে ভুঁইফোড় চারটি সংগঠনের সদস্যরা আন্দোলন করেছেন। তারা শিক্ষকদের ভুল বুঝিয়ে অযৌক্তিক আন্দোলনের ডাক দিয়ে ভোগান্তিতে ফেলেছেন।
