ঢাবির ডেপুটি রেজিস্ট্রারকে শাহবাগ থানায় আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৪, ১৮ নভেম্বর ২০২৫
মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায়ের পর ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহকে আটক করা হয়েছে। সোমবার মধ্যরাতে কিছু শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তাকে শাহবাগ থানায় সোপর্দ করেছে।
প্রক্টোরিয়াল টিম এবং শিক্ষার্থীরা জানায়, রায়ের পর লাভলু মোল্লাহ তার ফেসবুক প্রোফাইলে শেখ হাসিনার ছবিযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করেছিলেন, যেখানে লেখা ছিল ‘আই ডোন্ট কেয়ার’। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অফিসার ইনচার্জ খালিদ মনসুর বলেন, “প্রক্টোরিয়াল টিম এবং শিক্ষার্থীরা তাকে থানায় নিয়ে এসেছে। তিনি রায়ের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়েছেন। এর সঙ্গে তার আগের কার্যক্রমও বিবেচনা করা হচ্ছে। তিনি জুলাই আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং একটি নিষিদ্ধ সংগঠনের সঙ্গে তার সম্পর্ক রয়েছে।”
ওসি খালিদ মনসুর আরও বলেন, “লাভলুকে গ্রেপ্তার বা হেফাজতে রাখা হয়েছে কি না, সে বিষয়ে আমরা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করছি।”
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ও আইনশৃঙ্খলা বাহিনী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।
