আদনান আল রাজীবের নতুন বিজ্ঞাপনে শাকিব খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫:৫৫, ১৮ নভেম্বর ২০২৫
ঢালিউডের মেগাস্টার শাকিব খান। ছবি: সংগৃহীত
কান চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ার পর আবারো নতুন আলোচনায় পরিচালক আদনান আল রাজীব। এবার তিনি নির্মাণ করেছেন একটি ব্র্যান্ড–নতুন টিভিসি, যেখানে মুখ্য মডেল হিসেবে হাজির হচ্ছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান। ইতোমধ্যে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে, যা চলতি শীতের শুরুতেই টেলিভিশন ও সোশ্যাল প্ল্যাটফর্মে প্রচারে আসবে।
গুটি গুটি পায়ে দেশে শীতের প্রভাব বাড়তেই ত্বক সুরক্ষার বার্তা নিয়ে আসছে এই বিজ্ঞাপন। ত্বক–সুরক্ষায় জনপ্রিয় একটি ব্র্যান্ডের নতুন পণ্য পরিচয় করিয়ে দেবেন শাকিব। রাজধানীর বিভিন্ন লোকেশনে কয়েকদিন ধরে শুটিং শেষে এখন চলছে পোস্ট–প্রোডাকশনের কাজ ও প্রচারের প্রস্তুতি।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রিমার্ক হারল্যান থেকে নিজের নাম প্রত্যাহারের পর শাকিব খান এখন থেকে বিভিন্ন ব্র্যান্ড–কোলাবোরেশন, টিভিসি ও ফটোশুটে নিয়মিত দেখা যাবেন। ফলে বিজ্ঞাপন জগতেও তার উপস্থিতি আরও বাড়ছে।
এদিকে অভিনেতার ব্যস্ততা রয়েছে নতুন সিনেমা ‘সোলজার’–এর শুটিং নিয়ে। সাকিব ফাহাদের পরিচালনায় নির্মিত এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব। এতে তার সঙ্গে আছেন তানজিন তিশা, তারিক আনাম খান, তৌকীর আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ জনপ্রিয় অভিনয়শিল্পীরা।
শাকিবের নতুন বিজ্ঞাপন ও চলমান সিনেমা—দুটো মিলিয়েই বছরের শেষ প্রান্তে ঢালিউডে আবারো জমে উঠছে আলোচনার ঝড়।
