নিকোল কিডম্যানের নতুন রহস্যময় চলচ্চিত্রে চুক্তি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:৩২, ১৮ নভেম্বর ২০২৫
হলিউডের অস্কারজয়ী তারকা নিকোল কিডম্যান। ছবি: সংগৃহীত
হলিউডের অস্কারজয়ী তারকা নিকোল কিডম্যান আবারও বড় পর্দায় ফিরছেন নতুন এক রহস্যময় ও সম্ভাব্য হরর চলচ্চিত্র নিয়ে। ছবিটি পরিচালনা করছেন আলোচিত নির্মাতা অস্কুড পারকিন্স, যার নতুন প্রজেক্টের নাম রাখা হয়েছে ‘দ্য ইয়ং পিপল’।
যদিও ছবির কাহিনী এখনো গোপন রাখা হয়েছে, তবে হলিউডে জোর আলোচনা—এটি সম্ভবত পারকিন্সের স্বাক্ষরধর্মী সাইকোলজিক্যাল হররের ধারাবাহিকতা বজায় রাখবে।
নিকোল কিডম্যানের পাশাপাশি চলচ্চিত্রটিতে অভিনয় করছেন—লোলা টুং,নিকো পার্কার,ব্রেনডান হাইনস, কাশ জুম্বো, হিদার গ্রাহাম, জনি নকলস, লেক্সি মিনেট্রি, লিলি কলিয়াস, তাতিয়ানা মাসলানি।
পরিচালকের পূর্বের সাফল্য ও কিডম্যানের উপস্থিতি মিলিয়ে ছবিটি ইতোমধ্যেই বড় আলোচনার জন্ম দিয়েছে।
অস্কুড পারকিন্স সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকভাবে বক্স–অফিসে বাজিমাত করেছেন।তার ২০২৪ সালের ছবি ‘লংলেগস’ আয় করেছে ৭৫ মিলিয়ন ডলার, যা বছরটির সর্বোচ্চ আয়কারী স্বাধীন চলচ্চিত্র।

‘দ্য মনকি’-ও বড় আর্থিক সাফল্য নিয়ে প্রশংসা কুড়িয়েছে।পরিচালকের সর্বশেষ কাজ ‘কিপার’ মুক্তি পাচ্ছে ১৪ নভেম্বর, যা নিয়েও রয়েছে প্রবল আলোচনা।এমন অবস্থায় কিডম্যানকে নিয়ে নতুন সিনেমায় নামা—হলিউডে আলোচনার ঝড় তুলেছে।
নিকোল কিডম্যানের ফিল্মোগ্রাফিতে হরর ঘরানার সেরা কাজগুলোর একটি হলো ‘দ্য আদার্স’ (২০০১)।
সিনেমাটি—বিশ্বব্যাপী আয় করে ২১০ মিলিয়ন ডলারের বেশি, তাকে এনে দেয় বাফটা ও গোল্ডেন গ্লোব–এর মনোনয়নএই সাফল্যের কারণে নতুন হরর সিনেমায় কিডম্যানের অংশগ্রহণকে অনেকে তার “কমব্যাক টু হরর জঁর” হিসেবে দেখছেন।
চলচ্চিত্রটির আন্তর্জাতিক ও মার্কিন মুক্তির দায়িত্ব নিয়েছে ন্যাঁইন—যা বড় বাজেটের ও আন্তর্জাতিক বিতরণে দক্ষতার জন্য পরিচিত। ফলে ছবিটি বৈশ্বিক দর্শকের কাছে পৌঁছাবে তা নিশ্চিত।
