পরিচালক তুহিন কবির এবার গায়ক, ‘তুমি চোর’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮:৩৭, ১৮ নভেম্বর ২০২৫
তুহিন কবির, ছবি: ফেসবুক
জনপ্রিয় পরিচালক, প্রযোজক, থিয়েটারকর্মী ও অভিনেতা তুহিন কবির এবার হাজির হচ্ছেন নতুন পরিচয়ে—গায়ক হিসেবে। বহুদিনের অভিজ্ঞতা, সৃজনশীলতা ও শিল্পভুবনে তার বহুমুখী কাজের ধারাবাহিকতায় এবার যুক্ত হলো সংগীতজগতে আনুষ্ঠানিক পদচারণা। বর্তমানে তার নির্মিত চলচ্চিত্র ‘বিলডাকিনী’ মুক্তির অপেক্ষায় রয়েছে।
সম্প্রতি স্টুডিও সুরুঁগ ব্যানারে তুহিন কবির কণ্ঠ দিয়েছেন নতুন গান ‘তুমি চোর’–এ। সংগীত পরিচালনায় ছিলেন সিকদার বাসুদেব ও রুদ্র। গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন শারমিন খান, প্রতিভা, জাইম, প্রিয়তা সহ একাধিক শিল্পী।
গানটি সম্পর্কে তুহিন কবির বলেন,“এই গান ভালোবাসা, হারানো অনুভূতি ও আত্মমুখী যাত্রার গল্প। নব্বইয়ের দশকে চারুকলায় আড্ডার সময় ‘মন্দিরা’ দলের শিল্পীরা গানটি গাইতেন। স্বপন মাহমুদ ও মিঠুর লেখা বলে মনে হয়। শেষ অন্তরা আমার লেখা।”
গানটির সংগীত-ভাবনা নিয়ে সিকদার বাসুদেব বলেন,“আমরা এমন গান তৈরি করতে চাই যা শুধু শোনার নয়—অনুভব করার মতো হয়। ‘তুমি চোর’ সেই ধারারই একটি সৃষ্টি। তুহিন কবিরকে পাশে পাওয়া আমাদের জন্য আনন্দের।”
সহশিল্পী শারমিন খান বলেন,“গানটির কথা ও আবেগ আজকের সময়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। শ্রোতারা তাদের অনুভূতি খুঁজে পাবেন।”
স্টুডিও সুরুঁগ সূত্রে জানা গেছে, ‘তুমি চোর’ গানটি খুব শিগগিরই তাদের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।
