৭১ এ রেখা সত্যিই ফিরছেন বড় পর্দায়?
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬:৪২, ১৮ নভেম্বর ২০২৫
বলিউডের কালজয়ী অভিনেত্রী রেখা—যাকে নতুন করে পরিচয় করিয়ে দিতে হয় না। সৌন্দর্য, অভিনয় ও ব্যক্তিত্বের অপার মাধুর্যে তিনি এখনো ভারতীয় সিনেমার এক জীবন্ত কিংবদন্তি। দীর্ঘ ক্যারিয়ারে একের পর এক সুপারহিট চলচ্চিত্র উপহার দেওয়া এই তারকা বেশ কিছু বছর ধরে বড়পর্দা থেকে দূরে। তবে রেড কার্পেট, পুরস্কার বিতরণী কিংবা উচ্চবিত্ত পার্টিতে তার আভিজাত্যপূর্ণ উপস্থিতি আজও আগের মতোই মনকাড়া।
রেখার ঘনিষ্ঠ বন্ধু ও বলিউডের বড় মাপের ডিজাইনার মনীশ মালহোত্রা সম্প্রতি ‘গুস্তাখ ইশক’ ছবির প্রচারে গিয়ে জানান—এই ছবিতে রেখার একটি ক্যামিও রোল করার পরিকল্পনা ছিল। ছবিটির অভিনেতা বিজয় ভার্মা ও ফাতিমা সানা শেখও প্রচারণায় ব্যস্ত।
মনীশ প্রথমে রেখাকে বিশেষ একটি উপস্থিতির প্রস্তাব দিলেও শেষ মুহূর্তে টিম সিদ্ধান্ত পরিবর্তন করে। কারণ?
পরিচালক বিভু পুরী মনে করেছেন—এত বড় এক আইকনকে অর্ধদিনের শুটে একটি ছোট চরিত্রে আনাটা ঠিক হবে না।
তার ভাষায়—“রোলটি ছোট হলেও গল্পে গুরুত্বপূর্ণ। তবে রেখার মতো তারকার জন্য এটি যথেষ্ট নয়। তিনি আরও বড় কিছু করার যোগ্য।
ভারতীয় এক গণমাধ্যমকে বিজয় ভার্মা বলেন—“মনীশ রেখাজিকে ডাকতে চেয়েছিলেন। কিন্তু পরিচালক স্পষ্ট জানিয়ে দেন—ভূমিকাটি অতিক্ষুদ্র, তাই এটি তার মতো লেজেন্ডের সঙ্গে মানায় না।”
ছবিতে অভিনয় করছেন বলিউডের আরেক শক্তিমান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। যে চরিত্রটি রেখাকে দেওয়া হয়েছিল, সেটি মূলত বিজয় ভার্মার চরিত্রকে নাসিরুদ্দিন শাহের সঙ্গে যুক্ত করে।
যদিও ‘গুস্তাখ ইশক’-এ তাকে দেখা যাচ্ছে না, তবুও মনীশ–রেখা দীর্ঘদিনের ঘনিষ্ঠতা এবং দুই তারকার পারস্পরিক শ্রদ্ধা নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। মনীশ মালহোত্রা নিজেই বলেছেন—“রেখার জন্য আরও বড়, আরও উজ্জ্বল কিছু হওয়া উচিত।”
তাই বলিউড মহল ও লাখো ভক্তের আশা—খুব শিগগিরই হয়তো আরও গুরুত্বপূর্ণ কোনো চরিত্রে ৭১ বছর বয়সেও অমিতাভা নায়িকার দুর্দান্ত প্রত্যাবর্তন দেখা যেতে পারে।
রেখার সৌন্দর্য, ব্যক্তিত্ব ও কিংবদন্তি উপস্থিতি এখনো বলিউডের অন্যতম আকর্ষণ। তাই বড়পর্দায় তার রিটার্ন নিয়ে উত্তাপ আরও বাড়ছেই। সমাজকাল নজর রাখছে—রেখার সম্ভাব্য প্রত্যাবর্তন সম্পর্কিত যেকোনো খবরে আপনাদের জানানো হবে সবার আগে।
