মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

| ৪ অগ্রাহায়ণ ১৪৩২

বিদেশ থেকে সার-এলএনজি, ইউনিসেফ থেকে ভ্যাকসিন কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ১৭:২৮, ১৮ নভেম্বর ২০২৫

বিদেশ থেকে সার-এলএনজি, ইউনিসেফ থেকে ভ্যাকসিন কিনবে সরকার

ছবি: ফাইলফটো

দেশের সার, জ্বালানি ও স্বাস্থ্য খাতে চাহিদা মেটাতে একাধিক গুরুত্বপূর্ণ আমদানির অনুমোদন দিয়েছে সরকার। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) অর্থনৈতিক বিষয়ে উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এসব প্রস্তাব পাস হয়। 

সভা শেষে জানা যায়, সৌদি আরব, মরক্কো, সিঙ্গাপুরসহ বিভিন্ন উৎস থেকে সার, এলএনজি ও ভ্যাকসিন কেনায় মোট কয়েক হাজার কোটি টাকার ব্যয় অনুমোদিত হয়েছে।

সৌদি আরব থেকে ডিএপি সার

সৌদি আরবের মা'আদেন কোম্পানির সঙ্গে বিএডিসির চুক্তির আওতায় ডিএপি সারের দুটি লট আমদানির অনুমোদন দিয়েছে সরকার। ১১তম লটের ৪০ হাজার টন এবং ১২তম (ঐচ্ছিক-১ম) লটের আরও ৪০ হাজার টন সার কেনা হবে। প্রতিটি লটের ব্যয় ধরা হয়েছে ৩৫০ কোটি ২২ লাখ ৫৬ হাজার টাকা। প্রতি টন ডিএপি সারের মূল্য ৭১৩ মার্কিন ডলার।

মরক্কো থেকে টিএসপি সার

মরক্কোর ওসিপি নিউট্রিক্রপসের সঙ্গে আগের চুক্তি অনুযায়ী ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির অনুমোদন মিলেছে। ১৩তম লটের এই সারের জন্য ব্যয় হবে ১৯০ কোটি ৯ লাখ ৪৪ হাজার টাকা। প্রতি মেট্রিক টনের দাম নির্ধারিত হয়েছে ৫১৬ মার্কিন ডলার।

সাতক্ষীরায় নতুন বাফার গুদাম

সার সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থায় সক্ষমতা বাড়াতে সাতক্ষীরায় ১০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার নতুন বাফার গুদাম নির্মাণের কাজ অনুমোদন পেয়েছে। ‘৩৪টি বাফার গুদাম নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় ৫৫ কোটি ২৫ লাখ টাকার এই কাজ সম্পাদন করবে মেসার্স এসএস রহমান ইন্টারন্যাশনাল লিমিটেড।

স্পট মার্কেটে সিঙ্গাপুর থেকে এলএনজি

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সিঙ্গাপুরের বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দিয়েছে সরকার। ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে ব্যয় হবে ৪৮৯ কোটি ৮৮ লাখ টাকার বেশি। পেট্রোবাংলার আহ্বানে ২৪ প্রতিষ্ঠানের মধ্যে চারটি দরপত্র দেয়, যার মধ্যে সর্বনিম্ন দরই গ্রহণ করা হয়েছে।

ইউনিসেফ থেকে ভ্যাকসিন আমদানি

জাতীয় টিকাদান কর্মসূচি (ইপিআই) জোরদার করতে ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ ২০ হাজার ভায়াল ভ্যাকসিন কেনার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। ব্যয় নির্ধারিত হয়েছে ৪১৬ কোটি টাকার বেশি। ২০২৫–২৬ অর্থবছরের ইপিআই ভ্যাকসিনের ৫০ শতাংশ আগের সিদ্ধান্ত অনুযায়ী সরাসরি ক্রয় পদ্ধতিতেই সংগ্রহ করা হচ্ছে।
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

এনসিপি ও বাসদ মার্কসবাদীকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন ও স্ত্রী সিতারার ৩৩ ব্যাংক হিসা
আমজনতার দলসহ ইসির পুনর্বিবেচনায় আরও ৭ দল
শ্রম আইন সংশোধনের অধ্যাদেশ জারি : ভবিষ্য তহবিল বাধ্যতামূলক
হাসিনা-কামালকে দেশে আনতে ইন্টারপোলের সহযোগিতা চাইবে প্রসিকিউশন
স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার মূল্য পুনর্নির্ধারণ
আওয়ামী লীগ নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না: ড. ইউনূস
বিদেশ থেকে সার-এলএনজি, ইউনিসেফ থেকে ভ্যাকসিন কিনবে সরকার
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের যত সম্পদ
কারাবন্দি আইভীকে আরও ৫ মামলায় গ্রেফতার
১৭০৫০টি শটগান পাচ্ছেন আনসাররা
শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে যাচ্ছে ডেনমার্ক
পাকিস্তানে ঢুকে সন্ত্রাসবাদ খতম করবে ‘ধুরন্ধর’ রণবীর
রমজানে নিত্যপণ্যের দাম কম রাখতে উদ্যোগ: সালেহউদ্দিন
মাত্র ৩৪ বছরে ‘ভয়েস অফ উড়িশা ২’ বিজয়ী হুমানির মৃত্যু
বাংলালিংকের নতুন চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান
রোহিঙ্গাদের স্থায়ী অবকাঠামো তৈরি করে দেবে সরকার
অপরাধ বাড়ছে না, নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
কত সম্পদ শেখ হাসিনার
আদনান আল রাজীবের নতুন বিজ্ঞাপনে শাকিব খান