‘ওয়েভ ফেস্ট সিজন ওয়ান’—এক মঞ্চে কাভিশ, শিরোনামহীন ও মেঘদল
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪:৪৮, ১৮ নভেম্বর ২০২৫
বছরশেষের শীত মানেই ঢাকার কনসার্ট মৌসুম। ডিসেম্বরের অপেক্ষায় সেই উৎসব ঘনিয়ে এল আরও এক ধাপ, কারণ এবার একই মঞ্চে হাজির হতে যাচ্ছে উপমহাদেশের তিন জনপ্রিয় ব্যান্ড—পাকিস্তানের কাভিশ এবং বাংলাদেশের দুই আইকনিক ব্যান্ড শিরোনামহীন ও মেঘদল।
আগামী ৫ ডিসেম্বর ঢাকার কোর্ট সাইড, মাদানী এভিনিউয়ে অনুষ্ঠিত হবে ব্যান্ড–সংগীতমনা শ্রোতাদের জন্য বিশেষ আয়োজন ‘ওয়েভ ফেস্ট সিজন ওয়ান’। আয়োজক প্রতিষ্ঠান প্রাইমওয়েভ কম্যুনিকেশন্স জানিয়েছে, সমসাময়িক সেমি–ক্লাসিকাল ও অল্টারনেটিভ রক–ধারার শ্রোতাদের জন্য এটি হবে বছরশেষের বড় আয়োজনগুলোর একটি।
পাকিস্তানের ব্যান্ড কাভিশ প্রায় ২৭ বছর ধরে সেমি–ক্লাসিকাল ঘরানায় তাদের নিজস্ব মিউজিক্যাল আইডেন্টিটি ধরে রেখেছে। অন্যদিকে শিরোনামহীন ও মেঘদল গত দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশের ব্যান্ড–সংগীতে নিজস্ব আঙ্গিক, কাব্যময়ী লিরিক ও স্বাতন্ত্র্যমণ্ডিত সাউন্ডের জন্য প্রথম সারির ব্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত।
আয়োজকদের পক্ষ থেকে ইনফিতার দানিয়াল সমাজকালকে বলেন,“উপমহাদেশের তিনটি দুর্দান্ত ব্যান্ডকে একত্র করছি শ্রোতাদের জন্য। শীতের আমেজে সবার জন্য হবে অন্যরকম একটি সন্ধ্যা—গানে গানে স্মরণীয় হয়ে থাকবে বলেই আশা করছি। আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন।”
কনসার্টের ডিজিটাল পার্টনার হিসেবে আছে টোট্টেং কম্যুনিকেশন্স।
ইতিমধ্যেই অনলাইনে টিকেট বিক্রি শুরু হয়েছে, পাওয়া যাচ্ছে tickticki.com–এ।
