মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

| ৪ অগ্রাহায়ণ ১৪৩২

সাত কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের নীতিগত সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:২২, ১৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৯:২৩, ১৮ নভেম্বর ২০২৫

সাত কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের নীতিগত সিদ্ধান্ত

ছবি: ফাইলফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি বাতিল করে রাজধানীর সরকারি সাত কলেজকে সমন্বিত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি নতুন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সরকার নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ের আওতায় আসছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ—মোট সাতটি সরকারি কলেজ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি—মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, সময়মতো পরীক্ষা ও ফল প্রকাশ—এসব বাস্তবায়নের লক্ষ্যেই নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া প্রণয়ন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠায়।

চূড়ান্ত করার আগে গত ২৪ সেপ্টেম্বর খসড়া অধ্যাদেশটি বিভাগীয় ওয়েবসাইটে প্রকাশ করে শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের মতামত আহ্বান করা হয়। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত অনলাইন ও সরাসরি—মোট পাঁচ হাজারেরও বেশি মতামত জমা পড়েছে। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে তিনটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মতামতও সংগ্রহ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাপ্ত সব মতামত আইনি ও বাস্তবতার আলোকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হচ্ছে এবং পুনর্মূল্যায়ন ও পরিমার্জনের কাজ চলছে। তবে এটি একটি জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া হওয়ায় অধ্যাদেশ চূড়ান্তকরণে আরও কিছুটা সময় লাগবে।

এসময় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়, সেদিকে লক্ষ্য রেখে ইতোমধ্যে একজন অন্তর্বর্তীকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া চলাকালীন শিক্ষার্থী ভর্তি, রেজিস্ট্রেশন ও একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গত ১১ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, সাত কলেজের অধ্যক্ষ এবং অন্তর্বর্তীকালীন প্রশাসনের অংশগ্রহণে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কার্যক্রম পরিচালনার জন্য অন্তর্বর্তী অপারেশন ম্যানুয়েল অনুমোদন দেওয়া হয় এবং সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের ২৩ নভেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।

মন্ত্রণালয়ের ভাষ্য, সাত কলেজের শিক্ষক-কর্মকর্তাদের পদ সংরক্ষণ, কলেজগুলোর নিজস্ব সম্পদ ব্যবস্থাপনা, উচ্চমাধ্যমিক শাখার অন্তর্বর্তী ব্যবস্থাপনা—এসব জটিল বিষয় বিবেচনায় নিয়ে যথাযথ বিধিবদ্ধ প্রক্রিয়া অনুসরণ করেই অধ্যাদেশের চূড়ান্ত রূপ দেওয়া হবে। এতে সময় লাগলেও একটি সমন্বিত, গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার উদ্যোগকে দেশের উচ্চশিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের স্বার্থ সুরক্ষা এবং ইতিবাচক একাডেমিক পরিবেশ তৈরি করাই সরকারের লক্ষ্য।

একই সঙ্গে, গুজব বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষাজীবন যাতে কোনো পরিস্থিতিতেই ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল থাকতে হবে।
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ; টিকিটধারীদের মিলছে অগ্রাধিকার ভিসা সাক্ষাৎকার সুবিধা
স্থানীয় সরকার বিভাগে বড় নিয়োগ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রামে ১৭১ পদে চাকরি
সীমান্ত ব্যাংকে ‘ব্র্যাঞ্চ ম্যানেজার’ নিয়োগ
শেখ হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি প্রস্তুত
খাইবার পাখতুনখাওয়ায় দুই আইবিওতে ভারত–সমর্থিত ১৫জন নিহত
টেড ড্যানসন: ‘বয়স ৭৭, জীবন এখনও দারুণ মজা!’
টেড ড্যানসন: ‘বয়স ৭৭, জীবন এখনও দারুণ মজা!’
বিশ্বজুড়ে ক্লাউডফ্লেয়ার বিপর্যয়; এক্স-সহ বহু সাইটে হঠাৎ ডাউন
দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান
সব অ্যাম্বুলেন্সকে রেজিস্ট্রেশনের আওতায় আনার দাবি মালিকদের
জুলাইয়ের আবহ ডিসেম্বরে ‘ইকোস অব রেভ্যুলেশন ২.০’ কনসার্ট
নাসা গ্রুপের চেয়ারম্যানের ১৬২ কাঠা জমিসহ ৫৩ দলিল জব্দ তিন ব্যাংক হিসাবও অবরুদ্ধ
সাত কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের নীতিগত সিদ্ধান্ত
নারী ক্রিকেট বিভাগের প্রধান হলেন রুবাবা
অপরাধী হস্তান্তরে চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেবে বাংলাদেশ-পাকিস্তান: স্বরাষ্ট্র উপদেষ্টা
১৮ দিনে ডেঙ্গু রোগী ১৭ হাজার ছাড়ালো
এনসিপি ও বাসদ মার্কসবাদীকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন ও স্ত্রী সিতারার ৩৩ ব্যাংক হিসা
আমজনতার দলসহ ইসির পুনর্বিবেচনায় আরও ৭ দল