বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে বন্ধ হচ্ছে পাঁচটি সেবা
প্রকাশ: ২১:১৭, ১৮ নভেম্বর ২০২৫
পাঁচ ধরনের সেবা দেওয়া বন্ধ করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়। ব্যাংকের নিরাপত্তা জোরদার ও ক্যাশ বিভাগের আধুনিকায়নে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেবাগুলো হলো সঞ্চয়পত্র বিক্রি, প্রাইজবন্ড বিক্রি, ছেঁড়া-ফাটা নোট বিনিময়, এ-চালান এবং চালান-সংক্রান্ত ভাংতি টাকা প্রদান।
রোববার (২৩ নভেম্বর) থেকে আর এসব সেবা পাবেন না গ্রাহকরা। বৃহস্পতিবারই (২০ নভেম্বর) এসব সেবা নেওয়ার শেষ দিন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বের কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকে কাউন্টার থেকে সরাসরি সাধারণ মানুষকে এ ধরনের সেবা দেওয়া হয় না। কি পয়েন্ট ইনস্টশেলনভুক্ত (কেপিআই) প্রতিষ্ঠান হিসেবে নিরাপত্তা বিবেচনায় গ্রাহক সংশ্লিষ্ট এসব সেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তবে বাণিজ্যিক ব্যাংকগুলো যেন নির্বিঘ্নে জনসাধারণকে এসব সেবা দেয়, তা নিশ্চিতে তদারকি বাড়াবে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নিচেই মতিঝিল কার্যালয়। ১৯৮৫ সাল থেকে ওই কার্যালয় থেকে এসব সেবা দিয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক।
