কুড়িল বিশ্বরোডে রিকশার গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:২৮, ১৮ নভেম্বর ২০২৫
কুড়িল বিশ্বরোডে রিকশার গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার কুড়াতলী বাজারে রিকশার গ্যারেজ ও টিনশেড ঘরগুলোতে আগুন লেগেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৭টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পায় বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ৭টা ৫৮ মিনিটে এবং চারটি ইউনিট কাজ করছে বলে জানায় দপ্তর।
কর্তৃপক্ষ জানাচ্ছেন, আগুন গ্যারেজ থেকে শুরু হয়ে পাশের টিনশেড ঘর এবং শ্যান্টিগুলোতে দ্রুত ছড়িয়ে পড়েছে। দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ার সময় এলাকাটি বেশ উত্তপ্ত ছিল। দমকলের চার ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টার পর রাত ৮টা ২৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ রয়েছে এবং ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত তিনটি ইউনিট পাঠিয়েছিলাম; পরে চতুর্থ ইউনিটও যায়। এখন ধীরে ধীরে আগুন নিভছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গ্যারেজের কাছাকাছি রাষ্ট্রীয় সড়কে পাইপলাইনের মতো জিনিস ছিল—যেখানে আগুন এক জায়গা থেকে দ্রুত ছড়িয়ে পড়েছে। তারা বলেন, যথাসময়ে ফায়ার সার্ভিস পৌঁছায়, তাই বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে।
