মওদুদ জীবিত থাকলে হাসিনার পতন দেখতে পেতেন, জানালেন ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:০১, ১৮ নভেম্বর ২০২৫
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ব্যারিস্টার মওদুদ আহমদ জীবিত থাকলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির শেষ দৃশ্য—শেখ হাসিনার পতন—দেখতে পেতেন। আর তা না দেখতে পাওয়াটাকেই তিনি দুঃখজনক বলে উল্লেখ করেছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) গুলশানের একটি হোটেলে মওদুদ আহমদ রচিত নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দেন ফখরুল। সেখানে তিনি স্মরণ করেন প্রয়াত এই নেতার রাজনৈতিক যাত্রা, বহুমাত্রিকতা ও ইতিহাসচর্চার প্রতি তাঁর অসাধারণ অনুরাগের কথা।
ফখরুল বলেন, মওদুদ আহমদকে নিয়ে সমালোচনা থাকলেও ইতিহাস লেখার ক্ষেত্রে তাঁর সততা ও নিষ্ঠা প্রশ্নাতীত। তাঁর ভাষায়, “মওদুদ ছিলেন আপাদমস্তক গণতান্ত্রিক নেতা। বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থান নিয়েছিলেন ঠিকই, তবে গণতন্ত্রের পথ খুঁজতেই তিনি তা করেছেন।”
বর্তমান অস্থির সময়ে মওদুদের অনুপস্থিতি আরও তীব্রভাবে অনুভূত হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, “এ সময় দিশা দেখানোর মতো নেতার প্রয়োজন ছিল। মওদুদ হলে আমাদের পথ দেখাতে পারতেন।”
তরুণদের প্রতিও ইঙ্গিত করেন তিনি। ফ্যাসিবাদের বিরুদ্ধে যে তরুণ সমাজ লড়ছে, মওদুদের লেখনী তাদের জন্য দিকনির্দেশক হয়ে থাকতে পারত বলে মন্তব্য করেন ফখরুল।
