নাসা গ্রুপের চেয়ারম্যানের ১৬২ কাঠা জমিসহ ৫৩ দলিল জব্দ
তিন ব্যাংক হিসাবও অবরুদ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:৩৭, ১৮ নভেম্বর ২০২৫
নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ছবি: সংগৃহিত
নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের রাজধানীর পূর্বাচলের জলসিঁড়ি আবাসিক প্রকল্পের ১৬২ কাঠা জমিসহ মোট ৫৩টি দলিলভুক্ত সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি বিশেষ আদালত। পাশাপাশি তার তিনটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, জব্দ হওয়া সম্পদের মধ্যে রয়েছে—রাজধানীর তেজগাঁও এলাকার ১৬টি দলিল, বাড্ডার ৩০টি দলিল, এবং পূর্বাচলের জলসিঁড়ি প্রকল্পের ৭টি দলিল, যার মোট আয়তন ১৬২ কাঠা।
এসব সম্পদের আনুমানিক মূল্য ধরা হয়েছে ১৮০ কোটি ৩৭ লাখ ৮৮ হাজার টাকা।
এ ছাড়া নজরুল ইসলাম মজুমদারের তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে, যেখানে রয়েছে ২ কোটি ২ লাখ ৩৮৪ টাকা।
দুদকের পক্ষে তদন্ত কর্মকর্তা শাহজাহান মিরাজ সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব বন্ধের আবেদন করেন। আবেদনে বলা হয়, নজরুল ইসলাম মজুমদার ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৭৮১ কোটি ১ লাখ ২২ হাজার ৯৫৪ টাকা অবৈধভাবে অর্জন করেছেন, যা জ্ঞাত আয়–বহির্ভূত সম্পদ।
দুদকের অভিযোগ, তদন্তাধীন অবস্থায় তিনি তাঁর স্থাবর–অস্থাবর সম্পদ বিক্রি বা স্থানান্তরের চেষ্টা করছেন। এতে রাষ্ট্রের ক্ষতির আশঙ্কা থাকায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০০২–এর ১৪ ধারা এবং দুদক বিধিমালা, ২০০৭–এর বিধি ১৮ অনুযায়ী তাঁর সম্পদ জব্দ জরুরি হয়ে পড়ে।
গত বছরের ১ অক্টোবর নজরুল ইসলাম মজুমদারকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি জুলাই আন্দোলনসহ দুদকের মামলায় কারাবন্দী।
