যুবদল নেতা হত্যাকাণ্ডে জাতীয় যুবশক্তির তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১২:৩০, ১৮ নভেম্বর ২০২৫
রাজধানীর পল্লবী এলাকায় যুবদল নেতা ও পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে হত্যার ঘটনায় জাতীয় যুবশক্তি গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) যৌথ বিবৃতিতে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম এবং সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম বলেন, “প্রকাশ্য দিবালোকে একজন রাজনৈতিক নেতাকে কাছ থেকে গুলি করে হত্যা করা শুধু ব্যক্তিগত টার্গেট নয়; এটি রাষ্ট্রের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার ওপর সরাসরি আঘাত। এই ঘটনা নিঃসন্দেহে পরিকল্পিত টার্গেট কিলিং এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সংকটকে স্পষ্ট করে।”
নেতৃদ্বয় আরও বলেন, “ভিডিও ফুটেজে হামলাকারীদের ঠাণ্ডা মাথার পরিকল্পিত আচরণ প্রমাণ করে এটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং রহস্য উদঘাটন ছাড়া রাষ্ট্র তার দায়িত্ব পালন করছে না। রাজনৈতিক হত্যাকাণ্ডের কোনো স্থান বাংলাদেশে নেই—আইনের কঠোর প্রয়োগের মাধ্যমেই রাষ্ট্রকে তা প্রমাণ করতে হবে।”
জাতীয় যুবশক্তি ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, ভিডিও ফুটেজে থাকা হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার, নিহত গোলাম কিবরিয়ার পরিবারের নিরাপত্তা ও সহায়তা নিশ্চিতকরণ, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার এবং রাজনৈতিক সহিংসতা রোধে কার্যকর নীতি গ্রহণের দাবি জানিয়েছে।
বার্তাপ্রেরক ইনজামুল হক, যুগ্ম সদস্য সচিব (দপ্তর) উল্লেখ করেছেন, “সন্ত্রাসী হামলা ও ভয়ের রাজনীতি গণতন্ত্রকে দুর্বল করে; ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত জাতীয় যুবশক্তি সোচ্চার থাকবে।”
