আ. লীগের সাধারণ কর্মীদের সব দলে জায়গা দেওয়ার আহ্বান নুরের
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ২১:২৭, ১৭ নভেম্বর ২০২৫
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের রাজনৈতিক পরিসরে অন্তর্ভুক্তির আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ মানুষের কাছে প্রত্যাখ্যান হয়েছে, কিন্তু দলটির দেশব্যাপী একটি সমর্থন এখনও আছে। সাধারণ কর্মীদের অনেকেই পরিস্থিতির কারণে রাজনীতি করেছেন; তারা ফ্যাসিবাদী ব্যবস্থার সমর্থক ছিলেন না।”
তিনি বিএনপি, জামায়াত, এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দলের উদ্দেশে বলেন, “আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা যদি গণতান্ত্রিক রাজনীতি করতে চান, তাদের জন্য আমরা সব দলে জায়গা করে দেব।”
গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, মওলানা ভাসানী শুধু একটি দিনের স্মরণে নয়—তার রাজনৈতিক দর্শনকে চর্চার মাধ্যমে এগিয়ে নেওয়াই প্রকৃত শ্রদ্ধা। তিনি উল্লেখ করেন, “ভাসানী আওয়ামী লীগ গঠনের অন্যতম উদ্যোক্তা হলেও শুরুতেই তিনি দল থেকে সরে এসেছিলেন। আজকের প্রেক্ষাপটে তার চিন্তা-আদর্শ আরও প্রাসঙ্গিক।”
ভিপি নুর দাবি করেন, প্রশাসন ও রাজনৈতিক দল সমন্বিত না হলে নির্বাচনী পরিবেশ ভেঙে পড়বে এবং দেশে নতুন করে অস্থিতিশীলতা দেখা দিতে পারে।
তিনি বলেন, “যদি প্রশাসন ও রাজনৈতিক দল এক না হয়, তাহলে সামনে নির্বাচন হবে না। নির্বাচন না হলে আরেকটি ওয়ান ইলেভেনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, যা দেশবাসীর জন্য বড় বিপর্যয়। আমরা কোনো অপশক্তিকে মাথা চাড়া দিতে দেব না।”
গণঅধিকার পরিষদ প্রধান জানান, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দলই মাঠে নামছে। তিনি বলেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলের মধ্যে আলোচনার মাধ্যমে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।”
এ সময় গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেনসহ জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
