ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
গোপালগঞ্জের কাশিয়ানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা আওয়ামী লীগ ঘোষিত শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে সোমবার সকালেই ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। তিলছড়া বাজার এলাকায় গাছের গুঁড়ি ফেলে প্রায় আধা ঘণ্টা সড়ক আটকে রাখায় দুই পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা দ্রুত সরে যায়। পরে গাছের গুঁড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে কাশিয়ানী থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ওসি কামাল হোসেন।