সৌদির হোটেল কক্ষে দীঘিকে হাতে লেখা চিরকুট
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫:০৫, ১৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৫:০৭, ১৭ নভেম্বর ২০২৫
অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ছবি: ফেসবুক
সৌদি আরবের রিয়াদে ‘রিয়াদ সিজন’-এর ষষ্ঠ আসরের অংশ হিসেবে ‘বাংলাদেশ কালচার’ সেগমেন্টে পারফর্ম করতে রয়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ব্যস্ত শিডিউলের মধ্যেই হঠাৎ ঘটে গেল একটি ছোট্ট কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়া ঘটনা, যা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন তিনি।
দীঘি জানান, সকালে রুম পরিষ্কারের অনুরোধ জানিয়ে বের হয়ে যান শো-এর প্রস্তুতিতে। দীর্ঘ সময় হাঁটা–হাঁটি, রিহার্সাল ও শপিং শেষে রুমে ফিরে তিনি দেখেন টেবিলে রাখা একটি ছোট্ট কাগজ। সেটি আসলে ছিল একটি হাতে লেখা চিরকুট।
নোটটি যিনি রেখে গেছেন তিনি সম্ভবত একজন বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মী—এমনটাই মনে করেন দীঘি। সেই কর্মী তার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন চিরকুটে।

এই সরল অথচ আবেগময় চিঠি তাকে উচ্ছ্বসিত করেছে। তার ভাষায়—“এই ডিজিটাল যুগেও কেউ হাতে লেখা চিরকুট দিয়ে দেখা করতে চাইছে—বিষয়টা ভীষণ মিষ্টি লাগল।”
ফেসবুক পোস্টে তিনি আরও লিখেছেন—“এই ছোট্ট নোট আমাকে মনে করিয়ে দিল ভালোবাসা এখনো চিঠির মতো সরল জায়গাতেই রয়েছে। আমার ভক্তদের ভালোবাসাই আমাকে লড়াই করতে শিখিয়েছে।”
বর্তমানে রিয়াদে একই অনুষ্ঠানে পারফর্ম করছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর, মনির খানসহ আরও অনেকে।
দীঘিকে সর্বশেষ দেখা গেছে সিয়াম আহমেদের সঙ্গে আলোচিত চলচ্চিত্র ‘জংলি’-তে। পাশাপাশি তার হাতে রয়েছে আরও দুটি নতুন ছবির কাজ।
