শিল্পীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি তাসনিয়া ফারিণের
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩:৫৬, ১৭ নভেম্বর ২০২৫
বিনোদন অঙ্গনে এখন সর্বাধিক আলোচনার কেন্দ্রবিন্দু অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই শোবিজ জগতে দেখা দিয়েছে উত্তেজনা ও অনিশ্চয়তা। কিছুটা বিভ্রান্তি তৈরি হলেও শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়ার উদ্যোগ নেন অভিনেত্রী। রোববার সন্ধ্যায় আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন মঞ্জুর করান তারা। বিষয়টি নিশ্চিত করেছেন মেহজাবীনের আইনজীবী অ্যাডভোকেট তুহিন হাওলাদার।
মামলার বাদী আমিরুল ইসলাম অভিযোগ করেছেন—ব্যক্তিগত সম্পর্কের সুযোগ নিয়ে তাকে নতুন ব্যবসায়িক পার্টনার হওয়ার প্রলোভন দেখানো হয়। এই প্রলোভনের ভিত্তিতে তিনি নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা পরিশোধ করেন। কিন্তু নির্ধারিত ব্যবসায়িক কার্যক্রম শুরু না করায় তিনি টাকা ফেরত চাইলে শুরু হয় সময়ক্ষেপণ।
অভিযোগ অনুযায়ী, ১১ ফেব্রুয়ারি টাকা চাইতে গেলে তাকে পরে ১৬ মার্চ হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে দেখা করতে বলা হয়। সেখানে তিনি শুধু অপমানিতই হননি, বরং জীবননাশের হুমকিরও শিকার হন বলে মামলায় উল্লেখ আছে। পরে ২৪ মার্চ আইনি পরামর্শে আদালতে মামলা দায়ের করেন তিনি।
এই ঘটনাকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছেন অভিনেত্রী মেহজাবীন। তার বক্তব্য—এটি তার এবং তার পরিবারের সুনাম নষ্টের ষড়যন্ত্র ছাড়া কিছু নয়।
ঘটনা প্রকাশ্যে আসতেই শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিয়ে সোচ্চার হন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। রোববার রাতে নিজের ফেসবুক পেজে তিনি লেখেন—“শিল্পীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা বন্ধ হোক। শিল্পকে এগিয়ে নিতে হলে শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা জরুরি।”
তার এই সংক্ষিপ্ত বার্তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক নেটিজেন মন্তব্য করে জানিয়েছেন—শোবিজ অঙ্গনে শিল্পীদের বিরুদ্ধে বারবার অযাচিত আইনি ঝামেলায় জড়ানো উদ্বেগজনক। তাই তাদের নিরাপত্তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রভাবশালী ব্যক্তিদের ভূমিকা রাখা এখন সময়ের দাবি।
শিল্পীদের ব্যক্তিগত ও পেশাগত নিরাপত্তা নিয়ে এমন সোচ্চার অবস্থান শোবিজ মহলে নতুন আলোচনার দুয়ার খুলেছে। সামগ্রিকভাবে, মেহজাবীন–আলিসান ইস্যু ঘিরে সৃষ্টি হওয়া বিতর্ক শোবিজ অঙ্গনে আরও একবার শিল্পীদের আইনি সুরক্ষা নিশ্চিতের প্রয়োজনীয়তাকে সামনে এনে দিয়েছে।
