শেখ হাসিনার ফাঁসির রায়ে ট্রাইব্যুনালের সামনে জনতার উল্লাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:২০, ১৭ নভেম্বর ২০২৫
শেখ হাসিনার ফাঁসির রায়ে ট্রাইব্যুনালের সামনে জনতার উল্লাস। ছবি: সংগৃহীত
জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই ট্রাইব্যুনাল চত্বর এবং আশপাশের এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে এ মামলার রায় প্রত্যাশায় থাকা সাধারণ মানুষ খবরটি শুনে বাইরে বের হয়ে উল্লাস প্রকাশ করেন।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনাল ভবনের সামনে মুহূর্তেই জনতার ঢল নেমে আসে। তারা স্লোগান দিতে থাকেন—‘এ মুহূর্তে খবর এলো, শেখ হাসিনার ফাঁসি হলো’,
‘দড়ি লাগলে দড়ি নে, শেখ হাসিনার ফাঁসি দে।’
এ সময় পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন এবং জনতাকে শান্ত থাকতে অনুরোধ জানান।
রায়কে ঘিরে পরিবেশ উত্তপ্ত থাকলেও পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য নেয় বেশ কিছু অতিরিক্ত ব্যবস্থা।
