শেখ হাসিনার রায়
মাওয়া এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ সতর্কতা, বাড়তি তল্লাশি
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪:৩৩, ১৭ নভেম্বর ২০২৫
তল্লাশি, টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। ছবি: সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে মাওয়া এক্সপ্রেসওয়েতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছে বিশেষায়িত নিরাপত্তা দল।
ঢাকা–মাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিমতলা, কুচিয়ামোড়া, হাসাড়া ও টোল প্লাজাসহ প্রবেশমুখে তল্লাশি জোরদার করা হয়েছে। প্রতি যানবাহন থামিয়ে চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্দেহজনক ব্যক্তিদের ওপর রাখা হচ্ছে নজরদারি।
আইন–শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, রায় ঘিরে সহিংসতা বা নাশকতার চেষ্টা হতে পারে—এমন আশঙ্কায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশ, স্পেশাল সিকিউরিটি টিম ও অন্যান্য ইউনিট যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
সিরাজদিখান থানার ওসি মো. আবু বকর বলেন, “এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকামুখী যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সামান্য নাশকতাও রাজধানীর স্বাভাবিক চলাচল ব্যাহত করতে পারে। তাই আমরা জিরো টলারেন্সে কাজ করছি।”
এলাকাজুড়ে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো অঘটন বা নাশকতার খবর পাওয়া যায়নি। রায় ঘোষণার আগ পর্যন্ত কড়া নিরাপত্তা বহাল থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
