খাগড়াছড়িতে শিক্ষার্থীদের সচেতনতা হেলথ অলিম্পিয়াড অনুষ্ঠিত
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১৩:০৮, ১৭ নভেম্বর ২০২৫
খাগড়াছড়িতে শিক্ষার্থীদের সচেতনতা হেলথ অলিম্পিয়াড অনুষ্ঠিত। ছবি: সমাজকাল
খাগড়াছড়িতে স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ হেলথ ওয়াচ ও জাবারাং কল্যাণ সমিতির উদ্যোগে হেলথ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের কনফারেন্স হলে স্বাস্থ্য অধিকার যুব ফোরামের আয়োজন এ হেলথ অলিম্পিয়াডে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা এতে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ গ্রহন করেন।
হেলথ অলিম্পিয়াডে দৈনন্দিন জীবনের স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর অবজেক্টিভ প্রশ্নের উত্তর দেন অলিম্পিয়াডের অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীরা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ছাবের ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ফারুক আব্দুলাহ।
অনুষ্ঠান শেষে অলিম্পিয়াডে অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
