ধানমন্ডি ৩২–বুলডোজার আটকাতে গেলে জনতা–পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:২৫, ১৭ নভেম্বর ২০২৫
শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে ৩২ নম্বরে দুটি বুলডোজার নিয়ে শিক্ষার্থীরা প্রবেশের চেষ্টা করলে সেনাবাহিনী তা আটকে দেয়। ছবি: সংগৃহিত
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সোমবার দুপুর থেকে টানটান উত্তেজনা বিরাজ করছে। শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সেখানে জনতার সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়েছে। বুলডোজার নিয়ে এলাকায় প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে কয়েকজন ঢাকা কলেজ শিক্ষার্থী দুইটি বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২–এর দিকে এগোতে থাকেন। তারা মাইকিং করে ঘোষণা দেন—রায় ঘোষণার পর ভাঙচুর চালাবেন। বিষয়টি টের পেয়ে পুলিশ দ্রুত বাধা সৃষ্টি করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
ধানমন্ডি থানার অপারেশন অফিসার আব্দুল কাইয়ুম বলেন,‘ঢাকা কলেজের শিক্ষার্থীরা বুলডোজার নিয়ে এসেছিল। তারা রায় হওয়ার পর বাড়ি ভেঙে ফেলবে বলে মাইকিং করছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের মূল সড়কেই আটকে দেয়।’
তিনি আরও বলেন,‘তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে।’
এসময় ঘটনাস্থলে থাকা জনতা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে ব্যারিকেড সরিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। স্থানীয়রা আতঙ্কে আশপাশের দোকানপাট বন্ধ করে দেয়।
অবস্থা নিয়ন্ত্রণে রাখতে আর্মি পেট্রল টিম ধানমন্ডি ৩২ এলাকায় অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত টহল অব্যাহত থাকবে।
