খাগড়াছড়ি সেনা রিজিয়নের ছোঁয়ায়
বদলে গেছে রাঙামাটির দুর্গম ভূয়াছড়ির পার্বত্যবাসীর জীবনমান
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১৬:২৮, ১৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৬:৪৩, ১৭ নভেম্বর ২০২৫
সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্পেই তারা পাচ্ছে চিকিৎসা ও ঔষুধ। ছবি: সমাজকাল
বাংলাদেশ সেনাবাহিনী তিন পার্বত্য জেলার নিরাপত্তা রক্ষার পাশাপাশি দুর্গম জনপদে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় এবার পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার গহীন পাহাড়ি অঞ্চল ভূয়াছড়িতে সেনাবাহিনী সৃষ্টি করেছে এক অনন্য মানবিক দৃষ্টান্ত।
বহু বছর ধরে অবহেলিত ও অনুন্নত এই এলাকার মানুষের মুখে এখন হাসির ঝলক এনে দিয়েছে সেনাবাহিনী। দুর্গম পার্বত্য অঞ্চলের মানুষের জীবনে নানা ক্ষেত্রে আলোর ছোঁয়া এনে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
ভূয়াছড়ি এমন একটি এলাকা, যেখানে যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ ছিল প্রায় অনুপস্থিত। পাহাড়ের দুর্গম পথ পেরিয়ে শিশুদের স্কুলে যাওয়া ছিল কঠিন সংগ্রাম। কিন্তু খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইহাট জোনের উদ্যোগে এবং রিজিয়ন কমান্ডারের সার্বিক দিকনির্দেশনায় এ চিত্র পাল্টে গেছে চোখের পলকে।
সেনাবাহিনীর "শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন" কর্মসূচির আওতায় ভূয়াছড়ি, লালুচোরা, কালুচোরা, মিটিংচোরা, ত্রিপুরা পাড়া, কোজুইতলি পাড়া ও দক্ষিণ ভূয়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের এলাকায় ৮৫০ পরিবারকে স্বাবলম্বী ও নিরাপদ জীবনের আওতায় এনেছেন।

এদিকে, সেনাসদস্যরা স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে ব্যাগ, খাতা, কলম, রবার ও পেন্সিলসহ শিক্ষা সামগ্রী বিতরণ করেন। নতুন ব্যাগ হাতে পেয়ে দূর্গম পাহাড়ে শিশুদের মুখে আনন্দের ঝিলিক দেখা যাচ্ছে তাদের চোখ মুখে।
পাহাড়ের শিশু শিক্ষার্থীরা এখন আরও উৎসাহ উদ্দীপনা নিয়ে স্কুলে যাচ্ছে প্রতিনিয়ত। পাশাপাশি বাজে অভ্যাস থেকে দূরে রাখতে, তরুণদের মাঝে ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবলসহ ক্রীড়া সামগ্রী বিতরণ করে খেলাধুলায় আগ্রহ বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন।
এতে তরুণরা যেমন মানসিক প্রশান্তি পাচ্ছে, তেমনি শারীরিকভাবে আরও সক্ষম হয়ে উঠছে। এছাড়া সম্প্রতি সেনাবাহিনীর উদ্যোগে ভূয়াছড়িতে ব্যাপক আকারে পরিচালিত হয় "বিনামূল্যের চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম"। পাহাড়ি এই এলাকায় কোনো হাসপাতাল না থাকায় সাধারণ রোগের চিকিৎসার জন্য মানুষকে আগে বহু দূরে যেতে হতো। এখন সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্পেই তারা পাচ্ছে চিকিৎসা ও ঔষুধ। নারী-পুরুষ, শিশু ও প্রবীণ সবাই এই সেবায় উপকৃত হচ্ছেন। সেনা চিকিৎসকরা স্থানীয়দের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করছেন, যা তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এনেছে।

গত ১০ নভেম্বর ২০২৫ তারিখে জিওসি, সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইহাট জোনের ভূয়াছড়ি এলাকা সরেজমিনে পরিদর্শন করে এই উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি দেখেন। পাহাড়ি অঞ্চলের জীবনযাত্রার মানোন্নয়নে জিওসি মহোদয়ের আন্তরিক অনুপ্রেরণা ও দিকনির্দেশনা এসব কার্যক্রমে নতুন গতি সঞ্চার করেছে।
সেনাবাহিনীর এই কর্মকাণ্ড প্রমাণ করে যে তারা শুধু দেশের সার্বিক নিরাপত্তাই দেয় না, বরং জনগণের কল্যাণ ও সামাজিক রূপান্তরেও নিবেদিত হয়ে অগ্রনী ভুমিকা পালন করছে সেনাবাহিনী ।
দূর্গম ভূয়াছড়ির মানুষ এখন একবাক্যে বিশ্বাস করে রাষ্ট্র তাদের ভুলে যায়নি। তাদের সন্তানরা স্কুলে যাচ্ছে, খেলাধুলা করছে, নিয়মিত চিকিৎসা পাচ্ছে। দুর্গম ভূয়াছড়ি আজ এক জীবন্ত উদাহরণ- যেখানে রাষ্ট্রের উপস্থিতি মানুষের জীবনে নতুন আলো এনে দিয়েছে।
