ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪:২২, ১৭ নভেম্বর ২০২৫
ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ। ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় আওয়ামী লীগ ঘোষিত শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে নিষিদ্ধ কার্যক্রম আওতাধীন ছাত্রলীগের নেতাকর্মীরা আজ সোমবার সকালে ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সকাল পৌনে ৮টার দিকে তিলছড়া বাজার সংলগ্ন এলাকায় গাছের গুঁড়ি ফেলে প্রধান মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করে।
অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যাত্রীবাহী বাস, ট্রাক, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি পড়ে যায়। প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ, বিশেষ করে কর্মজীবী ও দূরপাল্লার যাত্রীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা সড়কের পাশে রাখা বড় আকারের গাছের গুঁড়ি টেনে এনে সড়কের মাঝখানে ফেলে দ্রুত অবরোধ সৃষ্টি করেন। বিক্ষোভরতদের হাতে দলীয় পতাকা না থাকলেও উপস্থিতির ধরন ও স্লোগান থেকে স্পষ্ট হয় যে তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী।
এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাস্থলের ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে, যা কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়।
খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা চারদিকে ছড়িয়ে পালিয়ে যায়। পরে পুলিশ গাছের গুঁড়ি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন—“কিছু লোক হঠাৎ করে সড়কে উঠে অবরোধের চেষ্টা করেছিল। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যায়। এলাকায় এখন আইনশৃঙ্খলা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।”
এ ঘটনায় স্থানীয় যাত্রীসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছেন, কৌশলী রাজনৈতিক উত্তেজনা ও নিষিদ্ধ সংগঠনের এমন কর্মকাণ্ড যাতায়াতের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
