৪৫৩ পৃষ্ঠার রায় ছয় ভাগে: রায় পড়া চলছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:৫১, ১৭ নভেম্বর ২০২৫
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি: সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার বহুল প্রত্যাশিত রায় ঘোষণা শুরু হয়েছে। সোমবার দুপুর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার রায় পাঠ শুরু করেন। তিনি জানান, রায়টি মোট ৪৫৩ পৃষ্ঠার এবং এটি ছয় ভাগে বিভক্ত করে ঘোষণা করা হবে।
ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য— বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী—এজলাসে উপস্থিত আছেন। পুরো রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), যা দেশে-বিদেশে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
তিন আসামি—কারা কারা?
১. শেখ হাসিনা – সাবেক প্রধানমন্ত্রী
২. আসাদুজ্জামান খান – সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
৩. চৌধুরী আবদুল্লাহ আল মামুন – সাবেক আইজিপি (এ আসামি ‘রাজসাক্ষী’ হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন)
ট্রাইব্যুনালের নিরাপত্তায় সেনা চাওয়া
রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ, র্যাবের পাশাপাশি সেনা মোতায়েনের জন্য সেনা সদরে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট—যা এমন মামলায় সর্বোচ্চ সতর্কতার ইঙ্গিত দেয়।
মামলার পাঁচটি অভিযোগ
প্রসিকিউশন গত ১ জুন আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে। পাঁচটি অভিযোগ হলো—
১.উসকানিমূলক বক্তব্য প্রদান
২.প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ
৩.রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা
৪.চানখাঁরপুলে ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা
৫.আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা
এই অভিযোগগুলো যাচাই করেই আজ রায় ঘোষণা হচ্ছে।
প্রসিকিউশন বলছে, সব অভিযোগই প্রমাণিত হয়েছে। অন্যদিকে, ডিফেন্স দাবি করেছে, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে আদালতের পর্যবেক্ষণ ও সাক্ষ্যগ্রহণের ওপর ভিত্তি করেই রায় নির্ধারিত হবে।
জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত ঘটনাবলির ওপর প্রতিষ্ঠিত এই মামলা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে আলোচিত বিচারগুলোর একটি বলে মত আইনি বিশেষজ্ঞদের।
