ট্রাইব্যুনাল এলাকায় অবস্থান নিয়েছেন জুলাই অভ্যুত্থানে শহীদদের স্বজনরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৬, ১৭ নভেম্বর ২০২৫
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্বজনরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় অবস্থান নিয়েছেন। ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্বজনরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় অবস্থান নিয়েছেন।
সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় রায় ঘোষণার জন্য আদালত বসেছে।
শহীদদের স্বজনরা কারও হাতে ব্যানার, কারও হাতে পোস্টার হাতে নিয়ে রায়ে তাদের প্রত্যাশার প্রাধান্য দাবি করছেন।
সকালেই রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। ঐতিহাসিক রায়টি সরাসরি সম্প্রচার করবে বিটিভি এবং বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া ট্রাইব্যুনালের ফেসবুক পেজেও রায় দেখা যাবে এবং ঢাকার ১০টি পয়েন্টে বড় পর্দায় সম্প্রচার করা হচ্ছে।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় আদালত প্রাঙ্গণ ও রাজধানীজুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের খালাসের আশা প্রকাশ করেছেন রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী আমির হোসেন।
