শেখ হাসিনার বিরুদ্ধে রায় পড়া শুরু হয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৫, ১৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:৩৬, ১৭ নভেম্বর ২০২৫
শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার প্রস্তুতি শেষ। রা পড়া শুর হয়েছে ১২টা ৩৫ মিনিট থেকে।
সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলার রায় ঘোষণা করছেন।
ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগ হলো:
১. উসকানিমূলক বক্তব্য প্রদান,
২. প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ,
৩. রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা,
৪. রাজধানীর চানখাঁরপুল এলাকায় আন্দোলনরত ছয়জনকে গুলি করে হত্যা,
৫. আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মামলার অন্য আসামি দুইজন হলেন তাঁর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
