সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

| ৩ অগ্রাহায়ণ ১৪৩২

পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪:১৪, ১৭ নভেম্বর ২০২৫

পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ছবি: হ্যারি কেইন

আন্তর্জাতিক ফুটবলে এক নতুন ইতিহাসের জন্ম দিলেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। রবিবার রাতে আলবেনিয়ার বিপক্ষে ইংল্যান্ডের জার্সিতে জোড়া গোল করে কিংবদন্তি পেলের দীর্ঘদিনের রেকর্ডকে পিছনে ফেললেন তিনি। এর মধ্য দিয়ে ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে নয়, বিশ্ব ফুটবলের ইতিহাসেই নতুন অধ্যায় রচনা করলেন কেইন।

ইংল্যান্ডের হয়ে ম্যাচ শুরুর আগেই তিনি জানতেন—পেলেকে ধরে ফেলতে তার লাগবে মাত্র একটি গোল। কিন্তু সেদিন আলবেনিয়ার বিপক্ষে যেন অন্য রূপে হাজির ছিলেন বায়ার্ন মিউনিখ তারকা। ৭৪তম মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে তৈরি গোলসুযোগ কাজে লাগিয়ে কাছ থেকে বল জালে পাঠান তিনি। আর সেই গোলেই পেলার ৭৭ গোলের রেকর্ড সমান করে ফেলেন কেইন।

এর আট মিনিট পর দুর্দান্ত এক হেডে নিজের দ্বিতীয় ও ইংল্যান্ডের দ্বিতীয় গোলটি করেন তিনি। তাতেই ম্যাচের ফলাফল ২-০ নিশ্চিত হওয়া ছাড়াও সম্পূর্ণ হয় ইংল্যান্ডের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে শতভাগ জয়।

কিংবদন্তি পেলে ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচে করেছিলেন ৭৭ গোল। সেই রেকর্ড ভাঙতে কেইনের প্রয়োজন হয় ১১২ ম্যাচ। চলতি ২০২৫–২৬ মৌসুমে তিনি যে দারুণ ফর্মে আছেন তার প্রমাণ—ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট ২৩ ম্যাচে তার গোলসংখ্যা এখন ২৮। বায়ার্ন মিউনিখের অপরাজিত যাত্রায়ও তার প্রভাব স্পষ্ট।

ইউরোপীয় ফুটবল বিশেষজ্ঞরা ইতোমধ্যে বলছেন—কেইনের এই ধারাবাহিকতা তাকে ২০২৬ ব্যালন ডি’অরের অন্যতম আলোচ্য ফেভারিটে পরিণত করেছে। এই দৌড়ে তার সঙ্গে আছেন কিলিয়ান এমবাপ্পে, লামিন ইয়ামাল ও নরওয়ের আর্লিং হালান্ড।

এমন পারফরম্যান্সই বলছে—কেবল ইংল্যান্ড নয়, বিশ্ব ফুটবলে আরেকটি বড় নাম হিসেবে উঠে আসছেন হ্যারি কেইন।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সাবেক আইজিপি মামুনের যাবজ্জীবন চান হতাহতের পরিবার
শেখ হাসিনার মৃত্যুদণ্ডে ‘শোকর আলহামদুলিল্লাহ’ বললেন আসিফ নজরুল
গ্রেপ্তারের দিন থেকেই হাসিনা-কামালের সাজা কার্যকর: অ্যাটর্নি জেনারেল
আপিলের জন্য আত্মসমর্পন করতে হবে শেখ হাসিনাকে
মানবতাবিরোধী অপরাধে কামালের মৃত্যুদণ্ড; মুক্তিযোদ্ধা থেকে সংসদ সদস্য-স্বরাষ্ট্রমন্ত্রী
আনন্দবাজারের প্রতিবেদন, আল্লা জীবন দিয়েছেন, আল্লাই নেবেন: অডিও বার্তায় শেখ হাসিনা
শেখ হাসিনার ফাঁসির রায়ে ‘মাইলফলক’ মন্তব্য সালাহউদ্দিনের
মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড; ছাত্রলীগ নেত্রী থেকে চার মেয়াদের প্রধানমন্ত্রী
নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি উদ্বোধন
সৌদির হোটেল কক্ষে দীঘিকে হাতে লেখা চিরকুট
হাসিনাকে খুঁজতে হারানো বিজ্ঞপ্তির মাইকিং
শেখ হাসিনার রায়কে ঘিরে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিএনপির অবস্থান
বাসার সামনে ককটেল বিস্ফোরণে ‘আতঙ্কিত নই’—সৈয়দা রিজওয়ানা
শেখ হাসিনার রায়; মাওয়া এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ সতর্কতা, বাড়তি তল্লাশি
ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
পরিবেশবান্ধব উদ্ভাবনে পাটের ভূমিকা বাড়াতে হবে: উপদেষ্টা রিজওয়ানা
‘শাহবাগতন্ত্র চাই না, সর্বোচ্চ বিচার চাই’—শরীফ ওসমান হাদি
৪৫৩ পৃষ্ঠার রায় ছয় ভাগে: রায় পড়া চলছে
ক্যারিয়ার–সেরা ফর্মেই চোটে ছিটকে গেলেন মিচেল
সার কারখানার উৎপাদন চালু ও বেতন বৈষম্য দূরীকরনের দাবিতে বিক্ষোভ