সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

| ২ অগ্রাহায়ণ ১৪৩২

রাওয়ালপিন্ডিতে লঙ্কানদের ধবলধোলাই, সিরিজে পাকিস্তানের শীতল ৩-০ হোয়াইটওয়াশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬:৫২, ১৭ নভেম্বর ২০২৫

রাওয়ালপিন্ডিতে লঙ্কানদের ধবলধোলাই, সিরিজে পাকিস্তানের শীতল ৩-০ হোয়াইটওয়াশ

ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণের জেরে সিরিজের ভবিষ্যৎ শঙ্কায় পড়ে গিয়েছিল। প্রথম ওয়ানডে শেষে নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে সিরিজ ছাড়ার ইঙ্গিত দেয় শ্রীলঙ্কা। তবে পাকিস্তান সরকার ও ক্রিকেট বোর্ডের উচ্চপর্যায়ের আলোচনার পর সফরকারীরা পরিস্থিতি মেনে নেয়। আর শেষ পর্যন্ত বাকি দুই ম্যাচেও লড়াইয়ে টিকতে পারেনি লঙ্কানরা।

রোববার রাওয়ালপিন্ডিতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারায় পাকিস্তান। টসে হেরে ব্যাট করতে নেমে ৪৫.২ ওভারে মাত্র ২১১ রানে অলআউট হয় লঙ্কানরা। সামারাবিক্রমার ৬৫ বলে ৪৮ রান ছাড়া কেউই উইকেটে দাঁড়াতে পারেননি। অধিনায়ক কুশল মেন্ডিস করেন ৩৪, পবন রত্নায়েকে ৩২ রান করেন।

 

পাকিস্তানের সহজ জয়

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যর্থ হন ওপেনার হাসিবুল্লাহ খান। তবে দ্বিতীয় উইকেটে ৬৮ বলে ৭৪ রানের জুটি গড়ে ম্যাচের ভিত পাকা করেন বাবর আজম ও ফখর জামান।

বাবর আজম: ৫২ বলে ৩৪

ফখর জামান: ৪৫ বলে ৫৫

এরপর চতুর্থ নম্বরে নেমে ইনিংসকে সুশৃঙ্খলভাবে সাজাতে থাকেন মোহাম্মদ রিজওয়ান। অপরাজিত ৯২ বলে ৬১ রানের ক্যারিবিয়ান-শান্ত ব্যাটিংয়ে তিনি দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

তার সঙ্গে পঞ্চম উইকেটে ১২২ বলে ১০০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে পাকিস্তানকে জয়ের রাস্তা সহজ করে দেন হুসেইন তালাত (অপরাজিত ৪২)।

সিরিজ ফল: পাকিস্তান ৩–০ শ্রীলঙ্কা

তিন ম্যাচের সিরিজে সবকটি ম্যাচেই আধিপত্য ছিল পাকিস্তানের। ব্যাটিং-বোলিং–ফিল্ডিং—সব বিভাগেই শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে ছিল হোম দল।

 

১৮ নভেম্বর থেকে পাকিস্তানে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। অংশ নিচ্ছে—পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে।

শ্রীলঙ্কা এখন সামনে তাকিয়ে আছে নতুন এই টুর্নামেন্টের প্রস্তুতির দিকে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ছয় দশকের সংগীতযোদ্ধা রুনা লায়লা: সীমান্ত ভেঙে হৃদয়ে গান
চট্টগ্রামে টিপ ছুরির দাপট: ছিনতাই থেকে খুন, শহরজুড়ে নতুন আতঙ্ক
দেশের বিভিন্ন স্থানে আগুন–ককটেল হামলা, মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী
ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা, প্রবেশপথে তল্লাশি
শেখ রেহানাসহ ১৭ আসামির বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার জবানবন্দি গ্রহণ
ঢাকায় একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ
খুলনায় নানি ও দুই নাতি-নাতনির মরদেহ উদ্ধার
উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ
কাপ্তাই সড়কে সিএনজির উপর হাতির হামলা, প্রাণ গেল বৃদ্ধার
স্টারবাকস বয়কটের ডাক মেয়র জোহরান মামদানির
ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত বেড়ে ১১, নিখোঁজ ১২
ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া ফ্যাসিবাদ হটানো সম্ভব নয়—জোনায়েদ সাকি
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে ব্যাপক রদবদল, ১৫ কর্মকর্তার বদলি
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭০০
যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য কড়াকড়ি
ট্রেনের লাগেজ ভ্যান কেনায় ৩৫৮ কোটি টাকার ক্ষতি, রেলের ছয় কর্মকর্তা দুদকের মামলার মুখোমুখি
ট্রেনের লাগেজ ভ্যান কেনায় ৩৫৮ কোটি টাকার ক্ষতি, রেলের ছয় কর্মকর্তা দুদকের মামলার মুখোমুখি
মোহাম্মদপুরে ৬ পেট্রল বোমা উদ্ধার, আটক ১
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রেম চোপড়া
লিঙ্গ বৈষম্য নিয়ে নতুন বিতর্কে কঙ্গনা রানাউত