ট্রাম্পের বড় সিদ্ধান্ত
কফি–কলা–গরুর মাংসসহ ১০০+ খাদ্যপণ্যে শুল্ক প্রত্যাহার, কমবে মার্কিন বাজারদর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭:১৫, ১৭ নভেম্বর ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানি–নির্ভর বেশ কিছু খাদ্যপণ্যের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। কফি, কলা, গরুর মাংসসহ নিত্যপ্রয়োজনীয় ১০০টিরও বেশি খাদ্যপণ্যে শুল্ক মওকুফের এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে গত ১৩ নভেম্বর মধ্যরাত থেকেই।
হোয়াইট হাউস জানিয়েছে, দ্রুত বাড়তে থাকা পণ্যমূল্য ও মুদি দোকানের দামের চাপ জনজীবনকে নাজুক করে তুলেছে। বিশেষ করে গরুর মাংস ও অন্যান্য আমদানি–নির্ভর পণ্যের দামের লাগামহীন বৃদ্ধি ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জে পরিণত হয়। গত সপ্তাহে রিপাবলিকানদের হতাশাজনক নির্বাচনী ফলও চাপ আরও বাড়িয়ে তোলে।
বিশ্লেষকদের মতে, জনমন তুষ্টি ও বাজারচাপ কমানো—দুই লক্ষ্য সামনে রেখে এ শুল্ক প্রত্যাহার করা হয়েছে।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, “এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে উৎপাদিত নয় এমন পণ্যের দাম কমবে। তবে এর মানে আমাদের নিজস্ব শিল্প বা খাদ্যপণ্যের আর কোনো সুরক্ষা থাকছে না।”
হোয়াইট হাউস যে তালিকা প্রকাশ করেছে, তাতে কফি, কলা, চকলেট, গরুর মাংস, ক্যানে সংরক্ষিত বিভিন্ন পণ্য, শুকনো ফল থেকে শুরু করে বেকারি–উপকরণ পর্যন্ত বিস্তৃত পরিসরে আমদানি–পণ্যের নাম রয়েছে। আগের শুল্ক আরোপের ফলে এসব পণ্যের দাম যুক্তরাষ্ট্রে অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল।
অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই পদক্ষেপ আসন্ন নির্বাচনী বছরে বাজারকে শান্ত করার কৌশল। দাম কমলে ভোক্তাদের স্বস্তি ফিরবে, যা ট্রাম্পের জনপ্রিয়তাকেও সহায়তা করতে পারে।
